বরিশাল খবরঅনলাইননিউজ: পিরোজপুর জেলায় আসন্ন গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।এ শিক্ষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকগণ জাতি গড়ার কারিগর। তিনি সাধারণ মানুষকে গণভোটের বিষয়ে সচেতন করতে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবক ও মা সমাবেশ আয়োজনের জন্য অনুরোধ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঁইয়া জনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, জেলা শিক্ষক কর্মকর্তা ইব্রাহিম আযিযী।