আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা: দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি? বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগম ফের আলোচনায় স্বল্প বেতনে শতকোটি সম্পদের মালিক! বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিন ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস গণপূর্ত অধিদপ্তর:একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ খুলনা গণপূর্তে উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ দুর্নীতির অভিযোগে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলামকে ঘিরে তোলপাড় অভিযোগের পাহাড় পেরিয়ে বালিশকান্ডের হোতা আশরাফুল ইসলামকে পদোন্নতি

স্বল্প বেতনে শতকোটি সম্পদের মালিক! বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিন

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারী ২০২৬
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল খবর অনলাইন নিউজ :  সরকারি চাকরিতে সীমিত আয়ের বিপরীতে অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে। অভিযুক্ত প্রকৌশলীর নাম আল আমিন। অভিযোগ অনুযায়ী, মাসিক প্রায় ২২ হাজার টাকা মূল বেতন পাওয়া এই কর্মকর্তা বরিশাল নগরীর রুপাতলি হাউজিং এলাকায় প্রায় ১৬ কোটি টাকা মূল্যের একটি ৯ তলা ভবনের মালিক

এই তথ্য সামনে আসার পর বরিশাল নগরজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। সরকারি একজন কর্মকর্তার আয়ের সঙ্গে এত বিপুল সম্পদের কোনো যৌক্তিক ব্যাখ্যা মিলছে না—এমন প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট মহল।


সরকারি আয় বনাম সম্পদের হিসাব

পানি উন্নয়ন বোর্ডের বেতন কাঠামো অনুযায়ী, সহকারী প্রকৌশলীর মূল বেতন প্রায় ২২ হাজার টাকা। বিভিন্ন ভাতা যোগ হলেও মাসিক আয় সীমিতই থাকে। চাকরিজীবনের মেয়াদ আনুমানিক ১৪ বছর ধরে হিসাব করলে বৈধ আয় দিয়ে কয়েক কোটি টাকা মূল্যের সম্পদ গড়ে তোলা প্রায় অসম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা।

একজন সাবেক সরকারি অডিট কর্মকর্তা বলেন,

“যদি উত্তরাধিকার, বৈধ ব্যবসা বা ব্যাংকঋণ না থাকে, তাহলে এমন সম্পদের উৎস খুঁজে পাওয়া কঠিন।”


রুপাতলি হাউজিংয়ের বহুতল ভবন

অনুসন্ধানে জানা গেছে, বরিশাল নগরীর রুপাতলি হাউজিং এলাকায় অবস্থিত আল আমিনের ৯ তলা ভবনটির জমি ও নির্মাণ ব্যয় মিলিয়ে আনুমানিক মূল্য ১৫–১৬ কোটি টাকা। ভবনটি আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের উপযোগী।

এলাকাবাসীদের ভাষ্য অনুযায়ী, ভবনটি নির্মাণের সময় ব্যয় নিয়ে এলাকাতেই নানা আলোচনা ছিল। স্থানীয় এক নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তি জানান, বর্তমান বাজারদরে এমন ভবন নির্মাণ করতে গেলে সরকারি চাকরিজীবীর বৈধ আয়ে তা প্রায় অসম্ভব।


নামে-বেনামে সম্পদের অভিযোগ

স্থানীয় একাধিক সূত্রের দাবি, আল আমিনের নামে সরাসরি সম্পদের পাশাপাশি তার আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠদের নামে নগরীর বিভিন্ন এলাকায়—

  • একাধিক প্লট

  • ফ্ল্যাট

  • কিছু ব্যবসায়িক বিনিয়োগ

রয়েছে। তবে এসব সম্পদের রেজিস্ট্রি দলিল, ব্যাংক লেনদেন ও প্রকৃত মালিকানা এখনো আনুষ্ঠানিক তদন্তের বাইরে রয়েছে।


ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগ

অভিযোগকারীরা বলছেন, সরকারি দায়িত্ব পালনের সময় বিভিন্ন প্রকল্পে প্রভাব বিস্তার ও অনিয়মের মাধ্যমে অবৈধ সুবিধা গ্রহণ করে এসব সম্পদ গড়ে তোলা হয়েছে। যদিও এসব অভিযোগ এখনো প্রশাসনিক বা বিভাগীয় তদন্তে আসেনি।


কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন

এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্ট কোনো দপ্তর এখন পর্যন্ত আনুষ্ঠানিক তদন্তের ঘোষণা দেয়নি। বরিশাল পাউবো কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এই নীরবতা নিয়ে প্রশ্ন তুলছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।


দুদক তদন্তের দাবি

সচেতন নাগরিক ও সুশাসনকর্মীদের মতে, অভিযোগগুলোর নিরপেক্ষ নিষ্পত্তির জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক)–এর মাধ্যমে দ্রুত তদন্ত জরুরি। তারা বলছেন—

  • সম্পদের আয়-ব্যয়ের তুলনামূলক বিশ্লেষণ

  • সম্পদ বিবরণী যাচাই

  • ব্যাংক হিসাব ও নামে-বেনামে সম্পদের অনুসন্ধান

না হলে সত্য উদঘাটন সম্ভব নয়।


অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি

এই প্রতিবেদনের বিষয়ে অভিযুক্ত সহকারী প্রকৌশলী আল আমিনের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পাঠানো ক্ষুদে বার্তারও কোনো জবাব পাওয়া যায়নি।


 অনুসন্ধানে যেসব প্রশ্ন উঠে এসেছে

  • সরকারি আয়ের সঙ্গে এই সম্পদের উৎস কী?

  • সম্পদ বিবরণীতে এসব সম্পদ দেখানো হয়েছে কি না?

  • আত্মীয়দের নামে থাকা সম্পদের প্রকৃত মালিক কে?

  • সংশ্লিষ্ট দপ্তর কেন এখনো তদন্ত শুরু করেনি?



সরকারি একজন কর্মকর্তার আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের অভিযোগ শুধু একজন ব্যক্তির বিষয় নয়—এটি সরকারি দপ্তরের জবাবদিহিতা ও দুর্নীতিবিরোধী অবস্থানের বড় পরীক্ষা। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদৌ বিষয়টি তদন্তের আওতায় আনে কিনা।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT