বরিশাল খবর অনলাইন নিউজ :
মিয়ানমারের রাখাইনে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তের ওপার থেকে মুহূর্মূহু গোলাগুলি, বোমা বিস্ফোরণ, মর্টারশেল ও ড্রোন হামলার শব্দ শুনতে পাচ্ছেন তারা।
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে মিয়ানমার থেকে আসা গুলিতে একটি শিশুসহ দুইজন আহত হয়েছে। টেকনাফের হোয়াইক্যাং ইউনিয়ন পরিষদের মেম্বার সিরাজুল মুস্তফা দাবি করেন, সকাল ১১টা থেকেই মিয়ানমারের ওপারে যুদ্ধ পরিস্থিতি রয়েছে।মুহূর্মুহু গোলাগুলি, বোমা বিস্ফোরণ, মর্টারশেল ও ড্রোন হামলার শব্দ শুনতে পাচ্ছিলেন তারা।






