বরিশাল খবরঅনলাইননিউজ: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত দুই চিকিৎসকের মধ্যে
বিরোধের ঘটনাকে কেন্দ্র করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের চিকিৎসক ডা. মহসীন
হাওলাদার (৪৩) বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন যে, ‘একই হাসপাতালের
ডাক্তার কোয়ার্টারের ৬ নম্বর ভবনের দ্বিতীয় তলায় বসবাসকারী চিকিৎসক ডা.
লুৎফুন্নাহার (৩০) তার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধে জড়িয়ে পড়েছেন।
মহসীনের অভিযোগ, বিবাদী প্রায়ই তার বাসার সামনে ময়লা ফেলেন, গাড়িতে ময়লা
ছুড়ে মারেন এবং নানা সময় গালিগালাজ করেন। সর্বশেষ গত ২৪ অক্টোবর সকাল ৭টার
দিকে তিনি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঠি হাতে আক্রমণের চেষ্টা করেন
বলে দাবি করেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ভবিষ্যতে তার বা পরিবারের
সদস্যদের ক্ষতি হতে পারে।
অভিযোগের বিষয়ে চিকিৎসক লুৎফুন্নাহার এর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান
বলেন,“তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে”। শের-ই-বাংলা মেডিকেল
কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর বলেন,“এটি তাদের
ব্যক্তিগত বিষয় হলেও, দুইজনই আমাদের প্রতিষ্ঠানের চিকিৎসক। আমরা চাই না,
হাসপাতালের পরিবেশ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং
প্রয়োজনে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।