বরিশাল জেলার উজিরপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবালকে দুর্নীতি ও নারী কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
সূত্রে জানা যায়- বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান ইকবালকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে দিনাজপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, সামাজিক অস্থিরতা সৃষ্টি ও নারী কেলেঙ্কারিসহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে উন্নয়নের নামে সরকারি অর্থ আত্মসাৎ, বিভিন্ন প্রকল্পে অনিয়মসহ একাধিক অভিযোগ রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম বলেন, ‘দিনাজপুর জেলা পুলিশ সুপারের দফতর থেকে আমাদেরকে মৌখিকভাবে গ্রেফতারের বিষয়টি জানানো হয়েছে। বর্তমানে তাকে বিরামপুর থানায় রাখা হয়েছে।
ওসি আরও জানান, এখনো পর্যন্ত উজিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’