আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
হাদি হত্যার বিচারে উত্তাল শাহবাগ: সর্বস্তরের মানুষের ঢল নলছিটি উপজেলার প্রিয় মুখ শরিফ ওসমান হাদি ওসমান হাদির স্মৃতিস্তম্ভ চায় পরিবার ওসমান হাদির গ্রামের বাড়িতে মানুষের ঢল ইনকিলাব মঞ্চের মুখপত্র হাদির হত্যাকারীদের বিচার দাবি হাদির হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ তিন মাসে ৩০ মিনিটও শিশুসন্তানকে কোলে নিতে পারেননি হাদি! শরিফ ওসমান হাদির জন্য মসজিদে মসজিদে দোয়া হাদির হত্যাকাণ্ড বিষয়ে জাতিসংঘের উদ্বেগ শরিফ ওসমান হাদির শাহাদাত ও সাম্প্রতিক সহিংস ঘটনায় ডাকসুর বিবৃতি শরিফ ওসমান হাদির মৃত্যুতে জাতীয় নেতৃবৃন্দের গভীর শোক ও অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার আহ্বান শরীফ ওসমান হাদির মৃত্যুতে যুক্তরাষ্ট্র দূতাবাসের শোক শহীদ ওসমান হাদির নামাজে জানাজা শনিবার বেলা দুইটায় বিসিসি'র চীফ এ্যাসেসর নুরুল ইসলাম ষড়যন্ত্রের শিকার বিএনপি নেতা সোহান সরদারের বিরুদ্ধে এক শিশুকে বলৎকারের অভিযোগ হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহনে বরিশালে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা ঝালকাঠিতে সরকারি বিধিনিষেধ অমান্য করে বেড়েই চলেছে ইটভাটা বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম

ল্যাম্বরগিনির আদলে স্পিডবোট তৈরি করলেন দশম শ্রেণির রাহাদ

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

ইতালীয় বিলাসবহুল স্পোর্টসকার উৎপাদনকারী প্রতিষ্ঠান ল্যাম্বরগিনি। বিশ্বের অন্যতম ব্যয়বহুল ও জনপ্রিয় স্পোর্টকার এটি। সেই ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর আদলে স্পিডবোট বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন রাহাদ নামের এক স্কুল ছাত্র। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এক স্কুল ছাত্র তৈরি করলেন ল্যাম্বরগিনির আদলে স্পিডবোট। যা এলাকায় সাড়া ফেলে দিয়েছে। কোটি টাকার ল্যাম্বরগিনি কার এখন চলছে ব্রাহ্মপুত্র নদে।

১৭ বছর বয়সী রাহাদ খন্দকার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামের রুপালী বেগম ও শফিকুল ইসলাম দম্পতির সন্তান। তিনি স্থানীয় গুনভরী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। দুই ভাইবোনের মধ্যে রাহাদ বড়। ছোট বোন শাফিয়া আকতার সিফা স্থানীয় স্কুল মধ্য উড়িয়া চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। বাবা শফিকুল ইসলাম পেশায় কৃষক। মা রুপালী বেগম একজন গৃহিণী। অভাবের সংসারে জন্ম হলেও স্বপ্ন জয় করার বুক ভরা আশা রাহাদের। ল্যাম্বরগিনি গাড়িতে চারটি চাকা থাকার কথা থাকলেও এখন গাড়িটি শুধু পানিতে চলে বলে চাকাগুলো সংযোগ করা হয়নি। বর্তমানে চাকার জায়গায় শুধু চাকার ছবি আঁকা রয়েছে। গাড়িকে নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে সামনে একটি স্টিয়ারিং, যা কাঠ দিয়ে রাহাত নিজেই তৈরি করেছেন। ইঞ্জিন এবং তেলের অবস্থা জানার জন্য স্টিয়ারিংয়ের সামনেই রয়েছে মিটার। তার পাশেই রয়েছে লাইটিং, হর্ন প্রভৃতির জন্য কিছু সুইচ এবং সেলফ স্টার্টার। এই স্পিডবোটে রয়েছে সামনে ২ জন ও পেছনে ৩ জনসহ মোট ৫ জন বসার ব্যবস্থা। পানিতে চলালে ঘণ্টায় দুই লিটার তেল খরচ হয়। রাহাদের তৈরি এ স্পিডবোট দেখতে প্রতিদিনই দূর-দুরান্ত থেকে দলে দলে আসছে মানুষ।

রাহাদের ছোটবেলা থেকেই বিভিন্ন যন্ত্রপাতি তৈরির দিকে ঝোঁক ছিল। এর আগে ধান কাটার মেশিন, রোবটসহ বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করছেন। এসব জিনিস তৈরি করতে করতেই তিনি স্বপ্ন দেখেন বড় কিছু তৈরি করার। সে তাড়না থেকেই তৈরি করে ফেলে ল্যাম্বারগিনি গাড়ির মডেলের আদলে এ স্পিডবোট।

গাড়ির আদলে স্পিডবোটটি তৈরি করতে খরচ হয় প্রায় ৫ লাখ টাকা। এ বিশাল অংকের টাকা জোগাড় করতে রাহাদের পরিবারকে বিভিন্ন এনজিও থেকে ৩ লাখ টাকা লোন করতে হয়েছে। বাকি ২ লাখ টাকার জোগান দেয় রাহাদের পরিবার ও আত্নীয়-স্বজনরা। নানির দেওয়া ৫ হাজার টাকায় শুরু হয় রাহাদের স্বপ্নের স্পিডবোট তৈরির কাজ। দীর্ঘ ৯ মাস চেষ্টার পর তৈরি হয় রাহাতের ল্যাম্বরগিনি মডেলের স্পিডবোট।

রাহাদ বলেন, ‘সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে কোনো আদলে নয়, নিজস্ব ডিজাইনের গাড়ি তৈরি করতে পারবো। আমি চাই এমন গাড়ি বাংলাদেশেও তৈরি হোক।’

রাহাদের এমন কাজে গর্বিত শুধু তার পরিবার নয়, গ্রামবাসীও। তার প্রতিভা ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী এমনটাই আশা সবার। স্থানীয়রা বলছেন, ছোটবেলা থেকে রাহাদ বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে আসছেন। তার তৈরি গাড়ির আদলে স্পিডবোট পানিতে চলছে। তার এই সফলতায় তারা অনেক খুশি।

ল্যাম্বরগিনি আদলে তৈরি স্পিডবোট দেখতে আসা শাকিল আহমেদ বলেন, ‘এই রকম ল্যাম্বরগিনির আদলে স্পিডবোট তৈরি করা একটি প্রশংনীয় কাজ। ল্যাম্বরগিনিতে চরে নদীতে ঘুরলাম। খুবই ভালো লেগেছে।’

রাহাদের মা রুপালী বেগম বলেন, ‘ছোটবেলা থেকেই রাহাদ এসব নিয়ে কাজ করছে। তার চাকরির প্রতি কোনো ঝোঁক নেই। বিজ্ঞান নিয়েই আগ্রহ বেশি। ছোটোখাটো জিনিস তৈরি করতে করতে সে বড় একটা বানালো। আমরা পরিবার থেকে কখনো বাধা দেয়নি। স্কুল থেকে বাড়িতে ফিরে ওর বন্ধুরা খেলাধুলা করলেও রাহাদ খোলাধুলা করে না। স্কুলের ফাঁকে ফাঁকে এসব তৈরি করা নিয়ে ব্যস্ত থাকে। রাহাদের তৈরি করা জিনিস যেন বিশ্বে ছড়িয়ে যায় সেই আশা করেন তিনি।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT