বরিশাল খবর অনলাইন নিউজ :
সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। তার আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশের মসজিদগুলোতে মোনাজাতে বিশেষ দোয়া করা হয়। মোনাজাতে মহান আল্লাহর কাছে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন খতিব ও ইমামরা। একই সঙ্গে আল্লাহ যাতে তার শোকসন্তুপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন- মোনাজাতে সেই দোয়া করা হয়। রাজধানীর মাতুয়াইল দক্ষিণপাড়া চাঁনবানু (বাইতুল আমান) জামে মসজিদের ইমাম আজিজুর রহমান কাসেমী জুমার নামাজ শেষে মোনাজাতে বলেন, আল্লাহ যাতে ওসমান হাদির স্ত্রী, পিতা-মাতাসহ পরিবারের সদস্যদের এ শোক সইবার শক্তি দেন।