আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস গণপূর্ত অধিদপ্তর:একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ খুলনা গণপূর্তে উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ দুর্নীতির অভিযোগে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলামকে ঘিরে তোলপাড় অভিযোগের পাহাড় পেরিয়ে বালিশকান্ডের হোতা আশরাফুল ইসলামকে পদোন্নতি এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাদাত হোসেনের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ গণপূর্ত অধিদপ্তরে বাংলাদেশের ‘ক্ষুদ্রঋণ মডেল’ অনুসরণে আগ্রহী মালদ্বীপ গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণে পিরোজপুরে শিক্ষক সমাবেশ বরিশালের ৬আসনে ৭ জনের প্রার্থিতা প্রত্যাহার বরিশালে পিআইবির প্রশিক্ষন নিয়ে সাংবাদিকদের মাঝে অসন্তোষ দুর্নীতির বরপুত্র সেটেলমেন্ট অফিসের নাজির তৌহিদুর রশিদ বহাল তবিয়তে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল বরিশাল বোর্ড

দুর্নীতির বরপুত্র সেটেলমেন্ট অফিসের নাজির তৌহিদুর রশিদ বহাল তবিয়তে

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ২০ জানুয়ারী ২০২৬
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল খবর অনলাইন নিউজ অনিয়ম-দুর্নীতির পাহাড়সম অভিযোগের ভিত্তিতে জাতীয় দৈনিক ও স্থানীয় একাধিক পত্রিকায় বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসের নাজির তৌহিদুর রশিদের বিরুদ্ধে একাধিকবার সংবাদ প্রকাশ হলেও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আর সংশ্লিষ্ট দপ্তরের নীরবতায় এখনো বহাল তবিয়তে রয়েছেন বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসের নাজির কাম পেশকার তৌহিদুর রশিদ।

এদিকে সংশ্লিষ্ট দপ্তরের এমন নীরবতা ও উদাসীনতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সচেতন মহল। তারা এই অফিসারের বিরুদ্ধে দুদকের হস্তক্ষেপ কামনা করেন এবং তার সম্পদের সঠিক অনুসন্ধান করে বিচারের দাবি জানান।

বেশকিছু দিন পূর্বে একাধিক অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পরপরই বরিশালে মিডিয়া কর্মীদের ম্যানেজে ব্যস্ত হয়ে পড়েছিলেন নাজির তৌহিদুর রশিদ। সংবাদ প্রকাশের পরেই সাংবাদিকদের সাথে আলাপচারিতার একটি ভিডিও ক্লিপ ইতিপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কিন্তু তারপরেও অদৃশ্য ক্ষমতা বলে থেকে যান ধরাছোঁয়ার বাহিরে। সেবাপ্রত্যাশিদের প্রশ্ন দুর্নীতির বরপুত্র তৌহিদুর রশিদের খুঁটির জোর কোথায়?

জানা গেছে, অনিয়ম-ঘুষ বাণিজ্যের মাধ্যমে বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসকে কলঙ্কময় ও দুনীতির আখড়ায় পরিণত করেছেন নাজির তৌহিদুর রশিদ। অনিয়ম-ঘুষ বাণিজ্য ও দুর্নীতির পাহাড়সম অভিযোগ এই নাজির কাম পেশকার তৌহিদুর রশিদ এর বিরুদ্ধে। শুধু বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসই নয় তার দুর্নীতির আতুরঘর ভোলা সদর সেটেলমেন্ট অফিসও। কেননা ভোলা সদর সেটেলমেন্ট অফিসেও নাজির ও পেসকার এর পদে কর্মরত আছেন। তিনি ভোলা সদর সেটেলমেন্ট অফিসে দীর্ঘদিন কর্মরত থাকাবস্থায় ভূমি মালিকদের থেকে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, আর গড়েছেন সম্পদের পাহাড়। এমনকি ভোলা সেটেলমেন্ট অফিসে কর্মরত থাকাকালীন দেশে জরুরি অবস্থা চলাকালীন তিনি ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে যৌথ বাহিনীর হাতে আটকও হয়েছিলেন যা একাধিক টেলিভিশনে প্রচার হয়েছিলো বলে জানা গেছে। সর্বশেষ বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে ডেপুটেশনে যোগদান করার পরেই শুরু করেন ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্য।

অভিযোগ রয়েছে- ভোলা জেলার বিভিন্ন এলাকার ৪২ এর (ক) এর অভিযোগের শুনানী তৌহিদুর রশিদ একাই নিয়ন্ত্রণ করেন এবং নীরবে অভিযোগ প্রতি লাখ লাখ টাকার ঘুষ বাণিজ্য করে ধরাছোঁয়ার বাহিরে নিজেকে রাখতে সক্ষম হন। এমনকি তার অধিনস্ত কর্মচারীদের থেকেও ঘুষ গ্রহণে পিছ পা হননি তিনি। আর এভাবে অবৈধ ঘুষ বাণিজ্যের মাধ্যমে তিনি নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন।

সূত্রে জানা গেছে, তৌহিদুর রশিদ ভোলা সদর সেটেলমেন্ট অফিসে কর্মরত থাকাবস্থায় ভূমি মালিকদের থেকে অনিয়ম-দুর্নীতি ও ঘুষবাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। দেশে জরুরি অবস্থা চলাকালীন তিনি যৌথবাহিনীর হাতে গ্রেফতারও হয়েছিলেন। পরবর্তীতে ডেপুটেশনে বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসের নাজির পদে যোগদান করেন। এখানে যোগদান করেও থেমে নেই তার ঘুষবাণিজ্য। নাজির তৌহিদুর রশিদের আওতাধীন উপজেলা সেটেলমেন্ট অফিসে অস্থায়ীভাবে কর্মরত নাইটগার্ড ও ঝাড়ুদারদের মাসিক বেতনের সময় ২/৩ হাজার টাকা করে ঘুষ নেন। আর তাকে এই ঘুষ না দিলে তিনি কর্মচারীদের বেতনের বিল করেন না বলেও অভিযোগ রয়েছে। এছাড়াও এসব অস্থায়ী কর্মচারীদের দীর্ঘ ৫/৬ মাসের বেতন বকেয়া থাকায় তৌহিদুর রশিদ তাদের বেতন পাইয়ে দেয়ার শর্তে প্রত্যেক কর্মচারীর থেকে ৫ হাজার টাকা করে ঘুষ গ্রহণ করেন। এছাড়াও তিনি অফিস সরঞ্জাম ক্রয়ে সরকারি ভুয়া বিল ভাউচারের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে বরিশাল জোনাল অফিসে কর্মরত থাকার পাশাপাশি তিনি ভোলা সদর সেটেলমেন্ট অফিসেরও নাজির-পেসকারের দায়িত্ব পালন করছেন। অথচ ভোলাতে তিনি অফিস না করায় জনসাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আর বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে বসেই মাত্র ১শ টাকার পর্চাতে ১ হাজার থেকে দেড় হাজার টাকা আদায় করছেন তিনি। এভাবেই সরকারি চাকরিকে হাতিয়ার বানিয়ে অবৈধ ঘুষ বাণিজ্যের মাধ্যমে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ। এর মধ্যে রয়েছে নোয়াখালীর লক্ষ্মীপুরে একাধিক বহুতল ভবন, নোয়াখালীর জেলা সদরে অর্ধকোটি টাকার স্টল, চট্টগ্রামে ভবন, ঢাকাতে ফ্ল্যাটসহ নামে-বেনামে সম্পদের পাহাড়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে তার দুর্নীতির থলের বিড়াল।

এদিকে বেতন থেকে টাকা নেয়ার ঘটনায় তৌহিদুর রশিদের বিরুদ্ধে একাধিক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার শাস্তির দাবি জানান। এদের মধ্যে নলছিটি উপজেলা সেটেলমেন্ট অফিসের সুমিত কুমার পাইক ও সমিরন, ভান্ডারিয়ার জাহাঙ্গীর হোসেন, নেছারাবাদের ফজলুর রহমান, পিরোজপুরের সুশেন কুমার, আলেকজান বিবি, কাউখালীর শাহাদাৎ হোসেন, মঠবাড়িয়ার মোঃ আলতাফ ও আগৈলঝাড়ার প্রবাত চন্দ্র দে এই ঘুষ বাণিজ্যের হোতা নাজির তৌহিদের বিচার দাবি করেন। বর্তমানে তাকে ভোলার চরফ্যাশনে সংযুক্ত করলেও তিনি সেখানে উপস্থিত না হয়ে বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে বসেই কার্য সম্পাদন করেন।

তবে এ ঘটনায় অভিযুক্ত তৌহিদুর রশিদ বলেন, আমি ভোলাতে দীর্ঘ বছর কর্মরত ছিলাম এবং বর্তমানেও ভোলা সদর সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপারের দায়িত্বে আছি। পাশাপাশি অতিরিক্ত দায়িত্বে বরিশালে জোনাল সেটেলমেন্ট অফিসের নাজির পদে কর্মরত আছি। তবে আমার বিরুদ্ধে করা এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি কারো বেতন থেকে টাকা নেইনা এবং বাড়িও নেই।

এ বিষয়ে বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ মোজাহিদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষমতা আমার নেই। তবে উর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয় অবহিত করা হয়েছে। দেশে আসন্ন নির্বাচনের জন্য বদলী প্রক্রিয়া বন্ধ আছে, নির্বাচনের পরে হয়তো তাকে অন্যত্র বদলী করা হতে পারে। এই বলে তিনি তার দায়িত্ব শেষ করেন।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT