বরিশাল খবর অনলাইন নিউজ : শনিবার (২৫ অক্টোবর) রাত ৮টা ২৩ মিনিটের দিকে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা করা হয়। তবে তিনি অক্ষত রয়েছেন।
ঘটনার মাত্র দশ মিনিট পর রাত ৮টা ৩৪ মিনিটে নিজের ফেসবুক পোস্টে আবু বাকের মজুমদার জানিয়েছেন, “কিছুক্ষণ আগে ৮টা ২৩-২৪ মিনিটের সময় ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমার বাইকের সামনে ককটেল মারা হয়েছে। রূপায়ন টাওয়ারে সাংগঠনিক মিটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম। রাজনৈতিক কারণে এক্সটার্নাল এবং ইন্টারনাল অনেকের শত্রু হয়েছি। আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছি, দোয়া করবেন।”
জাতীয় ছাত্রশক্তি গত ফেব্রুয়ারিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) বিলুপ্ত করে প্রতিষ্ঠিত হয়। নতুন সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে কার্যক্রম চালাবে।