ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি তার নিজ জন্মভূমি ঝালকাঠির নলছিটি উপজেলার মানুষের কাছে অত্যন্ত পরিচিত ও প্রিয় মুখ।
ভদ্র আচরণ, সদালাপী স্বভাব এবং মানুষের উপকারে সবসময় এগিয়ে আসার মানসিকতার কারণে তিনি অল্প সময়েই সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এলাকায় এলে তিনি সবার সঙ্গে মিশতেন এবং সবার খোঁজ-খবর নিতেন। এমনটাই বলছেন তার নিজ এলাকার বাসিন্দারা।
নিজ এলাকার বাসিন্দা রাশিদা বেগম বলেন, ওসমান হাদি খুব ভালো। আমাদের খুব ভালোবাসে, ভালো ব্যবহার করে। হাদির জন্য এমন কেউ নেই যে তার চোখের পানি পড়ে না। তাকে গুলি করেছে এটার আমরা বিচার চাই। হাদি দালানে থাকেন না, ভাঙা একটি টিনের ঘরে থাকত তারা। তিনি চাইলে অনেক কিছু করতে পারতেন তা করেননি। তাদের পরিবারে সবাই ভালো।
আরেক বাসিন্দা নাছির খান বলেন, ওসমান হাদি ছোট থেকেই আমাদের এখানে বড় হয়েছে। কখনো আমাদের সঙ্গে খারাপ আচরণ করেনি। সে এলাকায় এলে সবার সাথে মিলেমিশে থাকত, সবার খোঁজখবর নিত। হাদি যে এতো জনপ্রিয় হবে তা আমরা কল্পনাও করিনি।
স্থানীয় তরুণ রাকিব হোসেন বলেন, হাদি ভাই এলাকায় এলে আমাদের সঙ্গে খেলাধুলা করত। আমাদের নামাজ পড়ার জন্য উৎসাহ দিতেন। তার ব্যবহারে আমাদের সবাইকে কাছে টেনে নিত।