জুলাই গণ-অভ্যুত্থানের অগ্রসেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান বিন হাদি (ওসমান হাদী)’র হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
একইদিন ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিপ্লবী ছাত্র-জনতার আয়োজনে গৌরনদী বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী পৌর জামায়াতের আমীর হাফিজুর রহমান, ইসলামি ছাত্র শিবিরের উপজেলা সভাপতি সাইফুল ইসলাম সজল, ইসলামি ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি সাব্বির হোসেন, জুলাই যোদ্ধা রাকিব ইসলাম আলবীন, রিয়াদ হাওলাদার প্রমুখ।
সমাবেশে বক্তারা অতিদ্রুত হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এরআগে সরকারি গৌরনদী কলেজ মসজিদে হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।