আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস গণপূর্ত অধিদপ্তর:একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ খুলনা গণপূর্তে উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ দুর্নীতির অভিযোগে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলামকে ঘিরে তোলপাড় অভিযোগের পাহাড় পেরিয়ে বালিশকান্ডের হোতা আশরাফুল ইসলামকে পদোন্নতি এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাদাত হোসেনের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ গণপূর্ত অধিদপ্তরে বাংলাদেশের ‘ক্ষুদ্রঋণ মডেল’ অনুসরণে আগ্রহী মালদ্বীপ গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণে পিরোজপুরে শিক্ষক সমাবেশ বরিশালের ৬আসনে ৭ জনের প্রার্থিতা প্রত্যাহার বরিশালে পিআইবির প্রশিক্ষন নিয়ে সাংবাদিকদের মাঝে অসন্তোষ দুর্নীতির বরপুত্র সেটেলমেন্ট অফিসের নাজির তৌহিদুর রশিদ বহাল তবিয়তে

খেলাপি ঋণ বাড়ছে পাগলা ঘোড়ার গতিতে

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর



ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন লুটপাটের ভয়াবহ প্রভাব পড়ছে ব্যাংক খাতে। খেলাপি ঋণ বাড়ছে পাগলা ঘোড়ার গতিতে। ব্যাংকগুলোর মূলধন সংরক্ষণের হার কমে সর্বনিম্ন পর্যায়ে এসেছে। একই সঙ্গে ব্যাংক খাতের গড়  আয় স্মরণকালের সব রেকর্ড ভেঙে নিচে নেমেছে।


কেন্দ্রীয় ব্যাংকের একাধিক প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলো গড়ে লাভজনক অবস্থায় ছিল। কিন্তু গত মার্চে এসে গড় হিসাবে লাভ নয়, লোকসানে চলে গেছে। আলোচ্য সময়ে সম্পদ ও মূলধন কোনো খাত থেকেই ব্যাংকগুলোর গড়ে কোনো আয় হয়নি, উলটো লোকসান হয়েছে। সম্পদ থেকে লোকসান হয়েছে দশমিক ১৮ শতাংশ এবং মূলধন থেকে লোকসান হয়েছে ৩ দশমিক ৯৯ শতাংশ। টানা ৩৪ বছর পর অর্থাৎ ১৯৯০ সালের পর ব্যাংক খাত গড় হিসাবে এই প্রথম লোকসানের খাতায় নাম লিখিয়েছে। 

লুটপাটের প্রভাবে ২০১২ সাল থেকে ব্যাংক খাতে আয় কমতে থাকে। ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোটামুটি মুনাফায় ছিল। কিন্তু ২০১৮ সালে আয় কমে যায়। ২০২১ ও ২০২২ সালেও নেতিবাচক প্রভাব অব্যাহত থাকে। ২০২৩ ও ২০২৪ সালে কৃত্রিমভাবে মুনাফা দেখিয়ে ব্যাংক খাতকে লাভজনক দেখানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্যানুযায়ী, ১৯৯০ সালের আগেও ব্যাংকগুলো লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়েছিল। সরকারি ও বেসরকারি খাতের বেশির ভাগ ব্যাংকই তখন লোকসানি ছিল। ১৯৯১ সাল থেকে ব্যাংক খাতে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ জোরদার হতে থাকে। পাশাপাশি কমতে থাকে লোকসানের পরিমাণ। ব্যাংকগুলো গড়ে লাভজনক অবস্থায় চলে আসে। হিসাবের মারপ্যাঁচে ২০২৪ সাল পর্যন্ত টানা ৩৪ বছর ব্যাংকগুলো গড়ে লাভজনক অবস্থায় ছিল। ৩৪ বছর পর চলতি বছরের মার্চে এসে ব্যাংকগুলোয় গড় হিসাবে লোকসান দেখানো হয়েছে।


কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, প্রতি বছরের প্রথম প্রান্তিক পূর্ণ হয় মার্চ মাসে। এই প্রান্তিকে ব্যাংকগুলোর আয় কম হয়। বছর শেষে আয় বাড়ে। যে কারণে অনেক সময় বছরের শুরুর দিকে ব্যাংকগুলো লোকসানে থাকে। কিন্ত এ বছরের আগে মার্চ প্রান্তিকেও গড়ে লোকসান হয়নি। কম হলেও অনেক সময় গড়ে লাভ দেখানো হয়েছে।

ব্যাংক খাত লোকসানের একমাত্র কারণ হিসাবে শনাক্ত করা হয়েছে বিগত সরকারের আমলে সংঘটিত লুটপাটকে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ব্যাংকগুলো থেকে বিধিবিধান বহির্ভূত অনেক বড় অঙ্কের ঋণ বিতরণ করা হয়েছে। সেসব ঋণ এখন আদায় হচ্ছে না। যে কারণে অনাদায়ী ঋণের পরিমাণ বেড়ে গেছে। এমন ঋণ এখন খেলাপি হচ্ছে। এতে ব্যাংকগুলোর আয়যোগ্য সম্পদের পরিমাণ কমেছে। ফলে সার্বিকভাবে আয়ও কমে গেছে। অন্যদিকে বেড়েছে খরচ। এসব কারণে ব্যাংকগুলো লোকসান দিচ্ছে।

গত সরকারের আমলে ব্যাংক খাত থেকে প্রায় পাঁচ লাখ কোটি টাকা সরিয়ে নিয়েছে লুটেরারা। এসব টাকার বড় অংশই পাচার করে দেওয়া হয়েছে। যেগুলো আদায় হচ্ছে না, খেলাপি হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের শেষ পর্যন্ত খেলাপি ছিল এক লাখ ৮২ হাজার কোটি টাকা। এখন তা বেড়ে পাঁচ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এক বছরে খেলাপি ঋণ বেড়েছে তিন লাখ ১৮ হাজার কোটি টাকা। এতে ব্যাংকগুলোর আয় কমছে।

ব্যাংকগুলোর আয়ের প্রধান খাত হচ্ছে ঋণ বা বিনিয়োগ থেকে পাওয়া সুদ বা মুনাফা। এর বাইরে সামান্য কিছু আয় হয় মূলধন বিনিয়োগ থেকে। যে কারণে সম্পদ থেকে আয় কমে গেলেই তা বিপজ্জনক হয়ে ওঠে।

২০২৪ সালের ডিসেম্বরে ব্যাংকগুলোর সম্পদ বা বিতরণ করা ঋণ ও অন্যান্য সম্পদ থেকে আয় ছিল দশমিক ৪৩ শতাংশ। একই সময়ে মূলধন থেকে আয় ছিল ৮ দশমিক ৭০ শতাংশ। খেলাপি ঋণ বাড়ায় গত মার্চে সম্পদ থেকে কোনো আয় হয়নি। উলটো লোকসান হয়েছে দশমিক ১৮ শতাংশ। মূলধন থেকেও আয় হয়নি। উলটো লোকসান হয়েছে ৩ দশমিক ৯৯ শতাংশ। এর আগে ২০০৪ সাল থেকে ব্যাংকগুলোর আয় ভালো অবস্থানে ছিল। মাঝে মধ্যে ওঠানামা করেছে রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক পরিস্থিতির কারণে। কিন্তু কখনোই লোকসানে নামেনি। ২০০৪ সালে ব্যাংক খাতে সম্পদ থেকে আয় হয় দশমিক ৬৯ শতাংশ, মূলধন থেকে হয় ১২ দশমিক ৯৭ শতাংশ। ২০০৫ সালে তা ছিল দশমিক ৬০ শতাংশ ও ১২ দশমিক ৪ শতাংশ। ২০০৬ সালে সম্পদ থেকে আয় বেড়ে দাঁড়ায় দশমিক ৭৯ শতাংশ এবং মূলধন থেকে আয় বেড়ে হয় ১৪ দশমিক ১৩ শতাংশ।

২০০৭ সালে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলে ব্যাংক খাতে ব্যাপক সংস্কার শুরু হয়। এর ইতিবাচক প্রভাব পড়ে সার্বিক খাতটির ওপর। যার সুফল প্রথম দিকে আওয়ামী লীগ সরকারও পেয়েছিল। কিন্তু পরে আওয়ামী লীগ সরকার লুটপাট শুরু করলে ব্যাংক ক্রমেই দুর্বল হতে থাকে।

২০১১ সাল থেকে ব্যাংকগুলোর আয় কমতে থাকে। ওই সময়ে ব্যাংক খাতে শুরু হয় লুটপাট। এর নেতিবাচক প্রভাব পড়ে ব্যাংকগুলোর আয়ের ওপর। সম্পদ ও মূলধন দুই খাত থেকেই আয় কমে যায়। সে বছরে সম্পদ থেকে আয় আগের বছরের তুলনায় কমে ১ দশমিক ৫৪ শতাংশ এবং মূলধন থেকে আয় ১৭ দশমিক ০২ শতাংশে দাঁড়ায়। ২০১২ সালে আয় আরও কমে যায়। কারণ ওই বছরে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম কমে যায়। ফলে বেশি দামে পণ্য আমদানি করে কম দামে বিক্রি করতে বাধ্য হন অনেক ব্যবসায়ী। ফলে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে যায় দ্বিগুণ। এর নেতিবাচক প্রভাব পড়ে ব্যাংকগুলোর আয়ে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT