আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস গণপূর্ত অধিদপ্তর:একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ খুলনা গণপূর্তে উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ দুর্নীতির অভিযোগে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলামকে ঘিরে তোলপাড় অভিযোগের পাহাড় পেরিয়ে বালিশকান্ডের হোতা আশরাফুল ইসলামকে পদোন্নতি এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাদাত হোসেনের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ গণপূর্ত অধিদপ্তরে বাংলাদেশের ‘ক্ষুদ্রঋণ মডেল’ অনুসরণে আগ্রহী মালদ্বীপ গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণে পিরোজপুরে শিক্ষক সমাবেশ বরিশালের ৬আসনে ৭ জনের প্রার্থিতা প্রত্যাহার বরিশালে পিআইবির প্রশিক্ষন নিয়ে সাংবাদিকদের মাঝে অসন্তোষ দুর্নীতির বরপুত্র সেটেলমেন্ট অফিসের নাজির তৌহিদুর রশিদ বহাল তবিয়তে

বিটিসিএলের লাইনম্যান আবু হানিফ শত কোটি টাকার মালিক

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

সরকারি চাকরি যেন পরশপাথর ছোঁয়া দিলেই অনেকেই হয়ে যায় শত কোটি টাকার মালিক, প্রতিনিয়ত বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঘুষ দুর্নীতির তথ্য উঠে আসে গণমাধ্যমে অনেকেই হয়েছেন শূন্য থেকে শত কোটি টাকার মালিক তেমনি একজনের নামে অভিযোগ এসেছে বাংলাদেশ টেলি কমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর লাইন ম্যান আবু হানিফ।

চাঁদপুর মতলব উত্তরের ছেঙ্গারচ এম কান্দি গ্রামের দরিদ্র কৃষক আব্দুল হক ব্যাপারীর মেঝ ছেলে আবু হানিফ ১৯৯২ সনে বাংলাদেশ টেলি কমিউনিকেশন কোম্পানি লিমিটেড(বিটিসিএল) যোগদান করেন, যার জীবনে দারিদ্রতা ছিল একটি অভিশাপ কিন্তু চাকরিতে যোগদানের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ২৭ বছর চাকরির জীবনে ঘুষ দুর্নীতি করে শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন আবু হানিফ, তার বড় ভাই সৈকত ও ছোট ভাই বিল্লাল একই প্রতিষ্ঠানে চাকরি করে, তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক অবৈধ অর্থে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের একাধিক অভিযোগ।

ঘুষ দুর্নীতির টাকায় আবু হানিফ রাজধানীর মিরপুর ১০ নম্বরের ডি ব্লক ৩৪ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িটি করেছেন প্রায় কয়েক কোটি টাকা ব্যয়ে, রয়েছে রেন্ট এ কারের ব্যবসা প্রায় ২০ থেকে ২৫ টি প্রাইভেট কার মাইক্রো ও নোয়া গাড়ি রয়েছে তার রেন্ট এ কারে, আছে ট্রাভেল এজেন্সির ব্যবসা, এছাড়াও রাজধানীর রামপুরা বনশ্রী উত্তরা সাভার ও গাজীপুর সহ বিভিন্ন এলাকায় রয়েছে তার একাধিক বাড়ি ও জমি অথচ ২৭ বছর চাকরি জীবনের অর্থ দিয়ে একটি ফ্ল্যাট কিনতে পারার কথা না, অভিযোগ আছে নিষিদ্ধ অবৈধ ভিওআইপি ব্যবসা করে কামিয়েছেন কয়েক শত কোটি টাকা তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও অদৃশ্য কারণে তা কখনো কার্যকর হয়নি বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে।

নাম প্রকাশ না করার শর্তে বিটিসিএল এর বেশ কয়েকজন কর্মচারী বলেন লাইনম্যান আবু হানিফ বিটিআরসির অনুমোদনবিহীন ভিওআইপি সরঞ্জামাদি ব্যবহার করে দেশ থেকে অন্য দেশের সঙ্গে টেলিযোগাযোগের ব্যবসা পরিচালনা করছেন দীর্ঘদিন ধরে, রয়েছে তার একটি শক্তিশালী নেটওয়ার্ক তার সিন্ডিকেটের একাধিক সদস্য প্রশাসনের বিভিন্ন অভিযানে গ্রেফতার হলে বরাবরই তিনি থেকে গেছেন ধরাছোঁয়ার বাহিরে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে উপার্জন করেছেন শত কোটি টাকা প্রশাসনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মাসিক মোটা অংকের অর্থ বরাদ্দ দেন।

আবু হানিফের গ্রামের বাড়ি ছেঙ্গার চরের কান্দি গ্রামের বেশ কয়েকজন প্রবীণ বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন আবু হানিফ গ্রামে তেমন একটা আসেনা বাড়ি করেছে তার ছোট ভাই বিল্লাল আবু হানিফের সমস্ত সম্পদ ঢাকায় তিনি তার স্ত্রী সন্তান ও বিভিন্ন আত্মীয়-স্বজনের নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ ক্রয় করে রেখেছেন গচ্ছিত আছে বিভিন্ন ব্যাংক একাউন্টে বিপুল পরিমাণ নগদ অর্থ একজন লাইন ম্যান কিভাবে গাড়ি-বাড়ির মালিক হয় এদের মতো দুর্নীতিবাজ কর্মচারীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক তা না হলে সরকার হারাবে তার বিপুল পরিমাণ রাজস্ব।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) আবু হানিফ তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ও মেয়ে মারিয়া সুলতানার বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসা অনিয়ম ও দুর্নীতি করে নামে বেনামে শত কোটি টাকা অর্জন করার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে বিভিন্ন সরকারি দপ্তরে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে সংগ্রহ করা হচ্ছে তার সকল তথ্য।

নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন গণমাধ্যমে প্রকাশিত সকল সংবাদ গুরুত্বপূর্ণভাবে পর্যালোচনা করা হয় এবং গণমাধ্যম কর্মীদের কাছে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেছেন এবং অভিযোগ প্রমাণিত হলে তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে জানতে লাইনম্যান আবু হানিফের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি ।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT