আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস গণপূর্ত অধিদপ্তর:একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ খুলনা গণপূর্তে উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ দুর্নীতির অভিযোগে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলামকে ঘিরে তোলপাড় অভিযোগের পাহাড় পেরিয়ে বালিশকান্ডের হোতা আশরাফুল ইসলামকে পদোন্নতি এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাদাত হোসেনের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ গণপূর্ত অধিদপ্তরে বাংলাদেশের ‘ক্ষুদ্রঋণ মডেল’ অনুসরণে আগ্রহী মালদ্বীপ গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণে পিরোজপুরে শিক্ষক সমাবেশ বরিশালের ৬আসনে ৭ জনের প্রার্থিতা প্রত্যাহার বরিশালে পিআইবির প্রশিক্ষন নিয়ে সাংবাদিকদের মাঝে অসন্তোষ দুর্নীতির বরপুত্র সেটেলমেন্ট অফিসের নাজির তৌহিদুর রশিদ বহাল তবিয়তে

ঝালকাঠিতে সরকারি বিধিনিষেধ অমান্য করে বেড়েই চলেছে ইটভাটা

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: সরকারি বিধিনিষেধ অমান্য করে বেড়েই চলেছে ইটভাটা
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল খবর  রিপোর্ট:  ঝালকাঠিতে সরকারি বিধিনিষেধ অমান্য করে প্রতি বছর বাড়ছে ইটভাটার সংখ্যা। এতে জেলার গ্রামীণ পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ অধিদফতরের সর্বশেষ হিসাব অনুযায়ী, জেলার চারটি উপজেলায় মোট ৪৭টি ইটভাটার মধ্যে বৈধ ইটভাটা রয়েছে ১৯টি। এর বাইরে চালু রয়েছে অন্তত ২৫টি অবৈধ ইটভাটা, যেগুলো চলছে নিয়ম-নীতি উপেক্ষা করে।

ইট কাটার মৌসুম শুরু হওয়ায় এসব ভাটায় এখন কাঁচা ইট তৈরির কাজ জোরেশোরে চলছে। কিন্তু অবৈধ ভাটাগুলোর কারণে বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করেছে। এসব ভাটায় নিয়মবহির্ভূতভাবে ব্যাপকভাবে কাঠ পোড়ানো হচ্ছে। কৃষিজমির উপরিস্তর কেটে এনে ইট তৈরিতে ব্যবহার করায় জমির উর্বরতা কমে যাচ্ছে। একই জমি বারবার কেটে নেয়ায় সেখানে পলি জমে জমির প্রকৃতি বদলে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে কৃষির জন্য নেতিবাচক প্রভাব ফেলছে।

এ ছাড়া গ্রামের এলজিইডি সড়কের পাশে অধিকাংশ ভাটা স্থাপিত হওয়ায় ইট পরিবহনের ট্রলির চাপ ও কাভারবিহীন পরিবহনের কারণে দ্রুত নষ্ট হচ্ছে এসব রাস্তা। ভাটার চারপাশে পানি ছিটানো না হওয়ায় ধুলো বাতাসে ছড়িয়ে পড়ছে, যা স্থানীয় জনস্বাস্থ্য ও জীব-বৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঝালকাঠি জেলায় অবৈধ ২৫টি ইটভাটার মধ্যে রয়েছে উত্তর কৃষ্ণকাঠি এলাকার মেসার্স এ করিম ব্রিকস, একই এলাকার এনটিসি ব্রিকস, বাউকাঠির মেসার্স স্টার ব্রিকস, সদরের চৌপালা এলাকার মেসার্স মাহাদী ব্রিকস, নলছিটির রামচন্দ্রপুরের মেসার্স ঝালকাঠি ব্রিকস (গাজী), নলছিটির গৌরিপাশার মেসার্স রিয়াজ ব্রিকস-১, একই উপজেলার প্রতাপ এলাকার মেসার্স রিয়াজ ব্রিকস-২, সরই গ্রামের মেসার্স রিয়াজ ব্রিকস-৩, নলছিটির সারদল গ্রামের এমএমআর-১ ব্রিকস, নলছিটির জাগুয়ার হাটের মেসার্স এম এম ব্রিকস, নলছিটির সরমহল গ্রামের মেসার্স সরদার ব্রিকস, কাছারিপাড়া এলাকার মেসার্স মুন ব্রিকস, সরমহল গ্রামের মেসার্স থ্রি স্টার ব্রিকস, অনুরাগ এলাকার মেসার্স তিলক ব্রিকস, আমিরাবাদের এমবিএল ব্রিকস, কাঁঠালিয়ার পশ্চিম আউরা গ্রামের মেসার্স ত্বহা ব্রিকস, কাঁঠালিয়ার রগুয়ার দড়ি চর এলাকার মেসার্স জিজিবি ব্রিকস, একই এলাকার মেসার্স এএসবি-১ ব্রিকস, মেসার্স এএসবি-২ ব্রিকস, তালগাছিয়ার মেসার্স এসসি ব্রিকস, একই এলাকার মেসার্স এসবি ব্রিকস, রাজাপুরের কানুদাসকাঠি এলাকার সেভেন স্টার ব্রিকস ও একই উপজেলার আঙ্গারিয়া গ্রামের মেসার্স হাওলাদার রিয়াল স্ট্রেট ব্রিকস। এ ছাড়া ঝালকাঠি জেলায় বৈধ ২২টি ইটভাটার মধ্যে বেশিরভাগই সদর উপজেলায়। অন্য দিকে বৈধ ১৯টি ভাটার বেশির ভাগই সদর এবং নলছিটি উপজেলায়। তবে বৈধ ভাটার মধ্যে তিনটিও বর্তমানে বন্ধ রয়েছে।

ঝালকাঠি পরিবেশ অধিদফতরের উপপরিচালক আনজুমান্নেছা বলেন, ‘অবৈধ ভাটার বিরুদ্ধে একাধিকবার অভিযান চালিয়ে কাঁচা ইট ধ্বংস করা হয়। কিন্তু তারা আবার নতুন করে কার্যক্রম শুরু করে। ভাটা মালিক ও নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর কঠোর মনোভাব না থাকলে এই আগ্রাসন রোধ করা কঠিন।’ জেলার পরিবেশ বাঁচাতে কঠোর নজরদারি ও বিধি প্রয়োগ জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT