বরিশালের শিশু,কিশোরদের বিনোদনের স্থান প্লানেট পার্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২২, ৯:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
এসো মিলি জীবনের আনন্দে’-
একেবারেই প্রকৃতির অপরূপ পরিবেশে খোলামেলা সুবিশাল জায়গা নিয়ে গড়ে ওঠা চিত্তবিনোদনের জন্য পার্ক, যা বরিশাল শিশু পার্ক নামে পরিচিত। পার্কটি শুধু একা বা নিজের জন্য নয়, পরিবারের সবাইকে নিয়ে নির্মল আনন্দে মেতে ওঠার মতো বিনোদন স্পট। শিশুদের জন্য রয়েছে চিত্তবিনোদনের আধুনিক সব ব্যবস্থা।
বিস্তারিত তুলে ধরেছেন আফসানা বাবলী
প্লানেট পার্ক মুলত শিশু,কিশোরদের বিনোদনের স্থান।এখানে শিশু, কিশোরেরা আনন্দ বিনোদনে মেতে ওঠে। প্লানেট পার্ক শিশু কিশোরদের একটি অন্যতম পছন্দের স্থান হিসেবে পরিচিত।
এ পার্কটিতে শিশু কিশোরদের চিত্ত বিনোদনের নানা আয়োজন ছাড়াও নয়নাভিরাম আলোকসজ্জারও ব্যবস্থা করেছে কর্তুপক্ষ। সরকারী প্রায় দুই বিঘা জমির ওপর নির্মিত বাহারী সৌন্দর্যের এ পার্কটি সবার নজর কারতে শুরু করেছে।
পার্কটিতে নাগরদোলা, শিশুদের জন্য ট্রেন ,পুকুরে প্যাডেল বোডসহ বিভিন্ন ধধরনের রাইডার নির্মাণ করার ফলে দর্শকরা পার্কমুখী এখন।
এই বিনোদন স্পটে সরকারী,বেসরকারি চাকুরীজীবীদের পরিবার, প্রেমিক-প্রেমিকা ও শিশুদের সমাগম আনন্দে কোলাহলে রাত পর্যন্ত মুখরিত হয়ে থাকে। তবে করোনার সময় বন্ধ থাকায় বিপুল পরিমান লোকসানের মুকে পড়ে পার্ক কর্তৃপক্ষ।
সকাল থেকেই পার্কটিতে সব বয়স আর নানান শ্রেণি পেশাজীবী মানুষের ঢল নামে
। উপচে পড়া ভিড় সামলে নগরবাসীকে ‘নিরাপদ বিনোদন সেবা’ দিচ্ছে প্লানেট পার্ক কর্তৃপক্ষ।
শিশু-কিশোরদের বিনোদনের বিষয়টি মাথায় রেখে পার্কটি নতুনভাবে সাজানো হয়েছে। নিরাপত্তার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন পার্ক কর্তৃপক্ষ। বাড়তি ভিড় সামলাতে এবং দর্শনার্থীদের শান্তিপূর্ণ বিনোদন দিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করে সেখানে তাদের নিজস্ব নিরাপত্তা রক্ষী মোতায়েন করেছেন। পাশাপাশি পার্ক এলাকায় থাকছে বরিশাল মেট্রোপলিটনের পুলিশ সদস্যরা্ও। রয়েছে নামাজের ব্যবস্থাও।