বর্ষার বিদায়ে আকাশ সেজেছে হালকা মেজাজের সাদা মেঘের পোশাকে। শীর্ণ নদীর পাশে কাশবন একরাশ সাদা চুলের সাথে বাতাসের মিতালিতে মেতেছে। প্রকৃতির হালকা মেজাজের সহগামী হয়ে মানুষের মনেও হালকা আমেজের পরশ। এ আমেজকে ধরে রাখতে দেশের অন্যতম প্রধান ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট এবারের শরত/২২ আয়োজন সাজিয়েছে ‘আলাম’ মোটিফ ও ‘সাশিকো’ স্টিচ-এর অনুপ্রেরণায়। সাধারণ ঘরানার প্যাটার্নের সঙ্গে পাশ্চাত্যের প্যাটার্নের মিশেলে নতুনত্ব আনা হয়েছে। রঙ এবং ট্রেন্ডি প্যাটার্নের সমন্বয় ক্রেতা সাধারণের চাহিদা মেটাবে কে ক্র্যাফট।
সময়, আবহাওয়া ও পরিবেশ উপযোগী নানা পোশাক পাওয়া যাবে যৌক্তিক মূল্য সীমার মধ্যেই।
সুতি, লিনেন, সুইস কটন, রেমি কটন, সিল্ক,হাফ সিল্ক ও জর্জেট কাপড়ে তৈরি পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, হাতের কাজ ও এমব্রয়ডারি করা হয়েছে। শুভ্র কাশবন, সাদা মেঘের ভেলা আর প্রশান্ত নীল আকাশকে প্রাধান্য দিয়ে ডিজাইন করা হয়েছে শরতের পোশাক। তবে অন্যান্য রঙের সমন্বয়ও থাকছে।
পোশাকে রয়েছে- শাড়ি, সালোয়ার কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস্, টিউনিক, ফিউসন কুর্তি। ছেলেদের জন্য পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফতুয়া, টি-শার্ট, পলো-শার্ট, কটি ও শিশুদের জন্য সালোয়ার কামিজ, কুর্তি, ফ্রক, ফ্রক-সেট, পাঞ্জাবি, টি-শার্ট, পলো-শার্ট সহ থাকছে নানা পোশাকের আয়োজন। এছাড়াও বরাবরের মতোই থাকছে যুগল ও ফ্যামিলি পোশাক।