আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
হাদি হত্যার বিচারে উত্তাল শাহবাগ: সর্বস্তরের মানুষের ঢল নলছিটি উপজেলার প্রিয় মুখ শরিফ ওসমান হাদি ওসমান হাদির স্মৃতিস্তম্ভ চায় পরিবার ওসমান হাদির গ্রামের বাড়িতে মানুষের ঢল ইনকিলাব মঞ্চের মুখপত্র হাদির হত্যাকারীদের বিচার দাবি হাদির হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ তিন মাসে ৩০ মিনিটও শিশুসন্তানকে কোলে নিতে পারেননি হাদি! শরিফ ওসমান হাদির জন্য মসজিদে মসজিদে দোয়া হাদির হত্যাকাণ্ড বিষয়ে জাতিসংঘের উদ্বেগ শরিফ ওসমান হাদির শাহাদাত ও সাম্প্রতিক সহিংস ঘটনায় ডাকসুর বিবৃতি শরিফ ওসমান হাদির মৃত্যুতে জাতীয় নেতৃবৃন্দের গভীর শোক ও অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার আহ্বান শরীফ ওসমান হাদির মৃত্যুতে যুক্তরাষ্ট্র দূতাবাসের শোক শহীদ ওসমান হাদির নামাজে জানাজা শনিবার বেলা দুইটায় বিসিসি'র চীফ এ্যাসেসর নুরুল ইসলাম ষড়যন্ত্রের শিকার বিএনপি নেতা সোহান সরদারের বিরুদ্ধে এক শিশুকে বলৎকারের অভিযোগ হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহনে বরিশালে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা ঝালকাঠিতে সরকারি বিধিনিষেধ অমান্য করে বেড়েই চলেছে ইটভাটা বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম

শুভশ্রীর আসন্ন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

অদিতি রায় পরিচালিত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত আসন্ন সিরিজ ‘অনুসন্ধান’-এর মুক্তির তারিখ ঘোষণা করে একটি পোস্টার উন্মোচিত হয়েছে সম্প্রতি। কলকাতায় শানের ইনফিনিটি ট্যুর ২০২৫-এর কনসার্টে এই পোস্টার উন্মোচিত হয়েছিল।সিরিজে শুভশ্রী একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন। যিনি একটি মহিলাদের জেলে ঘটে যাওয়া রহস্যের খোঁজে নামেন। সেখানে কোনও পুরুষ না থাকলেও বন্দিরা অজানা কারণে গর্ভবতী হয়ে যাচ্ছেন। কেন তা হচ্ছে, তা-ই অনুসন্ধান করতে চলেছেন নায়িকা। 

অদিতি রায় পরিচালিত এই সিরিজের গল্প লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। পরিচালক অয়ন চক্রবর্তী 'সহায়তা' করেছেন। সম্প্রতি, সমাজমাধ্যমে এই সিরিজ নিয়ে ছোট্ট একটি পোস্ট করেছেন 'কালরাত্রি'র পরিচালক। তিনি লিখেছেন, “সাত নভেম্বর #হইচই প্ল্যাটফর্মে আসছে নতুন কাজ, অনুসন্ধান। পরিচালনা করেছেন Aditi Roy, লিখেছেন Samragnee Bandyopadhyay, মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শুভশ্রী। আমি সামান্য সহায়তা করেছি।:(পোস্টের বানান অপরিবর্তিত রাখা হল)

অদিতি রায়ের কাছে প্রশ্ন ছিল, বরাবরই অদিতি রায়ের পরিচালনায় নারীশক্তির জয়জয়কারের সাক্ষী থেকেছেন দর্শক। এই সিরিজেও কী তাই দেখা যাবে? প্রশ্নের রেশ টেনেই পরিচালক ছোট্ট করে জানালেন,  এই সিরিজেও তার প্রভাব থাকবে। পাশাপাশি ও স্পষ্ট করে জানিয়েছেন, কোনওভাবেই সাংবাদিকতার কোনও বিষয়কে ছোট করে দেখানো হয়নি। তাঁর কথায়, " ইনভেস্টিগেটিভ জার্নালিজম-এর যে চ্যালেঞ্জগুলো রয়েছে, একজন সাংবাদিককে খানাতল্লাশি করার সময় কী কী প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়, সেটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এই ছবিতে। এর থেকে বেশি কিছু এখনই বলা সম্ভব নয়।"


প্রায় একই সুর শোনা গেল, অয়ন চক্রবর্তীর গলাতেও। তিনি দৃপ্ত গলায় বললেন কোনওভাবেই সাংবাদিকতার কোনও দিক অথবা বিষয়কে কটাক্ষ করা হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে সাংবাদিকতা যে কত বড় চ্যালেঞ্জ তার আভাস দেওয়ার চেষ্টা করেছি আমরা। পুরো ব্যাপারটাই পজিটিভভাবেই দেখানোর চেষ্টা করেছি। থ্রিলারধর্মী ছবি, তাই একাধিক স্তর রয়েছে গল্পে, এটুকু বলতে পারি। এর থেকে বেশি এখনই কিছু..." বলতে বলতে স্মিত হেসে উঠলেন তিনি। 

অনুসন্ধান'-এর হাত ধরে বহু বছর পর অভিনয়ে দেখা যাবে অরিত্রকে। এই সিরিজের হাত ধরে নতুন করে নিজেকে পর্দায় ফুটিয়ে তুলতে প্রস্তুত অরিত্র। এছাড়াও এই ক্রাইম থ্রিলারে থাকছেন এক ঝাঁক টলি তারকারা। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন সাহেব চট্টোপাধ্যায়, সাগ্নিক চট্টোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত। এছাড়াও থাকছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়, অরিজিতা মুখোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT