আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস গণপূর্ত অধিদপ্তর:একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ খুলনা গণপূর্তে উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ দুর্নীতির অভিযোগে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলামকে ঘিরে তোলপাড় অভিযোগের পাহাড় পেরিয়ে বালিশকান্ডের হোতা আশরাফুল ইসলামকে পদোন্নতি এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাদাত হোসেনের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ গণপূর্ত অধিদপ্তরে বাংলাদেশের ‘ক্ষুদ্রঋণ মডেল’ অনুসরণে আগ্রহী মালদ্বীপ গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণে পিরোজপুরে শিক্ষক সমাবেশ বরিশালের ৬আসনে ৭ জনের প্রার্থিতা প্রত্যাহার বরিশালে পিআইবির প্রশিক্ষন নিয়ে সাংবাদিকদের মাঝে অসন্তোষ দুর্নীতির বরপুত্র সেটেলমেন্ট অফিসের নাজির তৌহিদুর রশিদ বহাল তবিয়তে

দেবের সিনেমা থেকে কেন বাদ পড়েছিলেন শ্রাবন্তী

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

টালিউডের অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি কেবল পর্দায় জনপ্রিয় জুটিই ছিলেন না, একটা সময় বাস্তবেও চুটিয়ে প্রেম করতেন তারা। আর তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তবে পরে মতের অমিল থাকায় দুজন আলাদা হয়ে যান। যদিও বিচ্ছেদের পরই ‘ধূমকেতু’তে একসঙ্গে কাজ করেছিলেন এ তারকা জুটি। কিন্তু সেই সময় নানা জটিলতায় মুক্তি পায়নি সিনেমাটি। সম্প্রতি দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সিনেমায় কাজ করার কথা ছিল বলে জানান শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’ সিনেমাটি। অনেক বছরের অভিমান ভুলে তাদের একসঙ্গে হাজির হওয়া নিয়ে ভক্তদের মনেও উচ্ছ্বাসের কমতি ছিল না, যার আঁচ পাওয়া গেছে প্রেক্ষাগৃহেও। মুক্তির পর বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করে চলেছে সিনেমাটি।

কিন্তু এবার জানা গেল, সেই 'ধূমকেতু' সিনেমার রুপা চরিত্রে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি নয়, কাজ করার কথা ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। শেষ পর্যন্ত তা আর হয়নি। রুপা হয়ে পর্দায় ধরা দেন শুভশ্রী গাঙ্গুলি।

একসময় মাস মুভির হাত ধরে উঠে এসেছিলেন দেব। খুব অল্প সময়েই হয়ে উঠেছিলেন সিনেমাপ্রেমী দর্শকদের মনে বাংলার সুপার হিরো। সেই মাস সিনেমার মাঝেই শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে ‘বুনোহাঁস’ করেছিলেন অভিনেতা। সেই সিনেমায় দেবের কাজ প্রশংসিতও হয়েছিল। এরপরই দেবের সেই সময়ের ছকভাঙা সিনেমা ‘ধূমকেতু’। যে কারণে সেই সিনেমাটিতেও প্রথমে শ্রাবন্তীরই কাজ করার কথা ছিল। কিন্তু পরে তা আর হয়ে ওঠেনি। 

এ বিষয়ে শ্রাবন্তী বলেন, ওরা আমাকে নেয়নি। হঠাৎ করেই আমাকে বলা হয়েছিল। নিশ্চয়ই চরিত্রটা সম্পর্কে ওদের কিছু মনে হয়েছিল। তা ছাড়া দেব-শুভশ্রী জুটির একটা বড় ফ্যানবেজ রয়েছে। আর ওদের দুজনকে দেখতেও দারুণ লেগেছে। তিনি বলেন, আমি ওই জুটির বড় ফ্যান। আমি ওই সময় ওদের প্রচুর সিনেমা দেখেছি। আর সত্যি খুব ভালো লাগে দেখতে। 

শ্রাবন্তী বলেন, তবে আমি বিশ্বাস করি— সৃষ্টিকর্তা যা করেন, মঙ্গলের জন্য করেন। তাই এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। হয়তো এত ভালো নাও হতে পারত আমাদের মতো। আবার ভালোও হতে পারত।

উল্লেখ্য, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছাড়া গত ১০ বছর দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখা যায়নি।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT