আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
হাদি হত্যার বিচারে উত্তাল শাহবাগ: সর্বস্তরের মানুষের ঢল নলছিটি উপজেলার প্রিয় মুখ শরিফ ওসমান হাদি ওসমান হাদির স্মৃতিস্তম্ভ চায় পরিবার ওসমান হাদির গ্রামের বাড়িতে মানুষের ঢল ইনকিলাব মঞ্চের মুখপত্র হাদির হত্যাকারীদের বিচার দাবি হাদির হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ তিন মাসে ৩০ মিনিটও শিশুসন্তানকে কোলে নিতে পারেননি হাদি! শরিফ ওসমান হাদির জন্য মসজিদে মসজিদে দোয়া হাদির হত্যাকাণ্ড বিষয়ে জাতিসংঘের উদ্বেগ শরিফ ওসমান হাদির শাহাদাত ও সাম্প্রতিক সহিংস ঘটনায় ডাকসুর বিবৃতি শরিফ ওসমান হাদির মৃত্যুতে জাতীয় নেতৃবৃন্দের গভীর শোক ও অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার আহ্বান শরীফ ওসমান হাদির মৃত্যুতে যুক্তরাষ্ট্র দূতাবাসের শোক শহীদ ওসমান হাদির নামাজে জানাজা শনিবার বেলা দুইটায় বিসিসি'র চীফ এ্যাসেসর নুরুল ইসলাম ষড়যন্ত্রের শিকার বিএনপি নেতা সোহান সরদারের বিরুদ্ধে এক শিশুকে বলৎকারের অভিযোগ হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহনে বরিশালে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা ঝালকাঠিতে সরকারি বিধিনিষেধ অমান্য করে বেড়েই চলেছে ইটভাটা বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম

দেবের সিনেমা থেকে কেন বাদ পড়েছিলেন শ্রাবন্তী

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

টালিউডের অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি কেবল পর্দায় জনপ্রিয় জুটিই ছিলেন না, একটা সময় বাস্তবেও চুটিয়ে প্রেম করতেন তারা। আর তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তবে পরে মতের অমিল থাকায় দুজন আলাদা হয়ে যান। যদিও বিচ্ছেদের পরই ‘ধূমকেতু’তে একসঙ্গে কাজ করেছিলেন এ তারকা জুটি। কিন্তু সেই সময় নানা জটিলতায় মুক্তি পায়নি সিনেমাটি। সম্প্রতি দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সিনেমায় কাজ করার কথা ছিল বলে জানান শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’ সিনেমাটি। অনেক বছরের অভিমান ভুলে তাদের একসঙ্গে হাজির হওয়া নিয়ে ভক্তদের মনেও উচ্ছ্বাসের কমতি ছিল না, যার আঁচ পাওয়া গেছে প্রেক্ষাগৃহেও। মুক্তির পর বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করে চলেছে সিনেমাটি।

কিন্তু এবার জানা গেল, সেই 'ধূমকেতু' সিনেমার রুপা চরিত্রে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি নয়, কাজ করার কথা ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। শেষ পর্যন্ত তা আর হয়নি। রুপা হয়ে পর্দায় ধরা দেন শুভশ্রী গাঙ্গুলি।

একসময় মাস মুভির হাত ধরে উঠে এসেছিলেন দেব। খুব অল্প সময়েই হয়ে উঠেছিলেন সিনেমাপ্রেমী দর্শকদের মনে বাংলার সুপার হিরো। সেই মাস সিনেমার মাঝেই শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে ‘বুনোহাঁস’ করেছিলেন অভিনেতা। সেই সিনেমায় দেবের কাজ প্রশংসিতও হয়েছিল। এরপরই দেবের সেই সময়ের ছকভাঙা সিনেমা ‘ধূমকেতু’। যে কারণে সেই সিনেমাটিতেও প্রথমে শ্রাবন্তীরই কাজ করার কথা ছিল। কিন্তু পরে তা আর হয়ে ওঠেনি। 

এ বিষয়ে শ্রাবন্তী বলেন, ওরা আমাকে নেয়নি। হঠাৎ করেই আমাকে বলা হয়েছিল। নিশ্চয়ই চরিত্রটা সম্পর্কে ওদের কিছু মনে হয়েছিল। তা ছাড়া দেব-শুভশ্রী জুটির একটা বড় ফ্যানবেজ রয়েছে। আর ওদের দুজনকে দেখতেও দারুণ লেগেছে। তিনি বলেন, আমি ওই জুটির বড় ফ্যান। আমি ওই সময় ওদের প্রচুর সিনেমা দেখেছি। আর সত্যি খুব ভালো লাগে দেখতে। 

শ্রাবন্তী বলেন, তবে আমি বিশ্বাস করি— সৃষ্টিকর্তা যা করেন, মঙ্গলের জন্য করেন। তাই এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। হয়তো এত ভালো নাও হতে পারত আমাদের মতো। আবার ভালোও হতে পারত।

উল্লেখ্য, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছাড়া গত ১০ বছর দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখা যায়নি।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT