মন চেয়েছে
রস খাবো আজ
করবোনা কাজ
ডাকে খেজুর গাছ।
তেমাথায় ছুটি
মাঠ কোণা ঘাটি
লুটোপুটি কাইক
পায় ফোসা পড়ে যাক।
ধূপ ধোঁয়া পথ
কুয়াশা বরফ
কনকনে শীত
দেখো উনুনও বিদিক ।
গাছের নির্যাস
অমৃত খাস
পেয়নে গরব
চলে রসের পরব।
ঘনো জ্বালে ক্ষীর
কুটুমের ভীড়
পাটালি গুড়
আহা মিষ্টি মধুর।
শীত গেলে ক্ষণ
মেলেনা সে ধন
পেতে গেলে খাঁটি
হউ মালিকের গ্যাতি।
প্রভাতীর ভীর
নিলাম লিটার ঢের
ভাঁড় করে হাঁসফাঁস
চলো রস খাবো আজ।