মন চেয়েছে
রস খাবো আজ
করবোনা কাজ
ডাকে খেজুর গাছ।
তেমাথায় ছুটি
মাঠ কোণা ঘাটি
লুটোপুটি কাইক
পায় ফোসা পড়ে যাক।
ধূপ ধোঁয়া পথ
কুয়াশা বরফ
কনকনে শীত
দেখো উনুনও বিদিক ।
গাছের নির্যাস
অমৃত খাস
পেয়নে গরব
চলে রসের পরব।
ঘনো জ্বালে ক্ষীর
কুটুমের ভীড়
পাটালি গুড়
আহা মিষ্টি মধুর।
শীত গেলে ক্ষণ
মেলেনা সে ধন
পেতে গেলে খাঁটি
হউ মালিকের গ্যাতি।
প্রভাতীর ভীর
নিলাম লিটার ঢের
ভাঁড় করে হাঁসফাঁস
চলো রস খাবো আজ।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com