আর কয়েক মাস পরই চার হাত এক হতে চলেছে অনন্যা গুহ এবং সুকান্ত কুণ্ডুর। ইতিমধ্যেই বাগদান সেরে ফেলেছেন তাঁরা। বিয়ের প্রস্তুতিও নেওয়া শুরু হয়ে গিয়েছে। সমাজমাধ্যমে নিজেদের বিয়ের কেনাকাটার নানা ভিডিও সামনে এনেছেন অনন্যা এবং সুকান্ত। দু'জনের মধ্যে বয়সের ফারাক হলেও একে অপরের খুব ভাল বন্ধু। সেই কারণেই প্রেম পর্বের কিছুদিনের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নেন জুটিতে।
তবে হঠাৎ করে বিয়ের আগে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন সুকান্ত। বিয়ের আগেই নাকি মাঝে মধ্যেই অনন্যার সঙ্গে ঝামেলা হচ্ছে! যা নিয়ে অত্যন্ত দুশ্চিন্তায় তিনি। সুকান্ত নিজেদের একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'কয়েক দিন ধরেই আমার আর অনন্যার মধ্যে বোকাবোকা কারণে ঝামেলা হচ্ছে। অনেকেই শুনে বলছে যে নজর লেগেছে, সামনেই বিয়ে খুব ভয় লাগছে কেন স্টোন পরলে নজর থেকে সুরক্ষা পাওয়া যায়? স্টোন পরলে নজর থেকে সুরক্ষা পাওয়া যায়? তোমরা জেনে থাকলে জানাও? যদিও অনেকই এটা শুনে খুব মজা পাবে।'
কয়েকদিন ধরেই সমাজমাধ্যমে ' নজর ইজ রিয়্যাল' নিয়ে নানা আলোচনা এবং সমালোচনা হয়েই চলেছে। এবার কী সেই নজরেই বিশ্বাস করতে শুরু করলেন সুকান্ত ও অনন্যা? আসলে নিজেদের প্রেম পর্ব থেকে জীবনের যেকোনও মুহূর্তই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনন্যা এবং সুকান্ত। কোনওদিন কিছুই লুকিয়ে রাখেননি তাঁরা। এর জন্য কটাক্ষ শুনতে হয়েছে দু'জনকে, আবার পাশাপাশি ভালবাসাও পেয়েছেন প্রচুর।
তবে তাঁদের এই আনন্দের মুহূর্তে হঠাৎ কেন এমন ঝগড়া? তা নিয়ে কী সত্যিই চিন্তায় রয়েছেন সুকান্ত? সুকান্তর এই পোস্ট দেখে অনেকেই কমেন্ট করেছেন যে, 'বিয়ের আগে কয়েকদিন নিজেদের ভিডিওতে বা বন্ধ করুন, মানুষের নজর লাগে। দেখবেন তাহলেই আর ঝামেলা হচ্ছে না।' নেটিজেনদের মতে, কিছু মানুষের কটাক্ষের জন্য এমন সুন্দর একটি জুটির মধ্যে কখনোই দূরত্ব তৈরি হতে পারে না। আবার অন্যদিকে এটাও হতে পারে যে এই পোস্টটি শুধুমাত্র প্রচারের কারণে। বিভিন্ন ধরনের জিনিস নিজেদের কনটেন্টের মাধ্যমে প্রচার করে থাকেন অনন্য এবং সুকান্ত।
এবার কি তবে কোনও স্টোনের প্রচার করতে চলেছেন তাঁরা? সেই জন্যই আগে থেকে এমন একটি পোস্ট? সেই ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই জুটিকে ভালবাসেন ও পছন্দ করেন অসংখ্য মানুষ। তবে যদি তাঁদের মধ্যে কোনও সমস্যা হয়েও থাকে, তা যেন শীঘ্রই মিটে যায়। আনন্দের সঙ্গে নিজেদের নতুন জীবন শুরু করুক অনন্যা এবং সুকান্ত। এমনটাই চান তাঁদের অনুরাগীরা।