আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস গণপূর্ত অধিদপ্তর:একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ খুলনা গণপূর্তে উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ দুর্নীতির অভিযোগে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলামকে ঘিরে তোলপাড় অভিযোগের পাহাড় পেরিয়ে বালিশকান্ডের হোতা আশরাফুল ইসলামকে পদোন্নতি এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাদাত হোসেনের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ গণপূর্ত অধিদপ্তরে বাংলাদেশের ‘ক্ষুদ্রঋণ মডেল’ অনুসরণে আগ্রহী মালদ্বীপ গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণে পিরোজপুরে শিক্ষক সমাবেশ বরিশালের ৬আসনে ৭ জনের প্রার্থিতা প্রত্যাহার বরিশালে পিআইবির প্রশিক্ষন নিয়ে সাংবাদিকদের মাঝে অসন্তোষ দুর্নীতির বরপুত্র সেটেলমেন্ট অফিসের নাজির তৌহিদুর রশিদ বহাল তবিয়তে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল বরিশাল বোর্ড

বরিশালে গনপূর্তের সুনাম নষ্টের জন্য মরিয়া একটি চক্র,কঠোর অবস্থানে নির্বাহী প্রকৌশলী

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারী ২০২৬
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল খবর অনলাইন নিউজ বরিশালে একটি সংঘবদ্ধ চক্র বরিশাল গনপুর্ত বিভাগ ও নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়সাল আলমের বিরুদ্ধে সুনামহানীর জন্য ষড়যন্ত্র করে আসছে।অসৎ উদ্দেশ্য সফল না হহওয়ায় মিথ্যা, বানোয়াট কল্পকাহিনী ছড়াতে থাকে বিভিন্ন মাধ্যমে।অসত্য তথ্য সরবরাহ করে সাংবাদিকদের নিকট।গনপুর্ত বিভাগের বরিশালের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়সাল আলমের দক্ষতা ও সততায় গুরুত্বপুর্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে হাজারো বাধাঁ বিপত্তি উপেক্ষা করে।

গনপুর্তের একটি সুত্র থেকে হানা গেছে,বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড এবং কিডনী ডায়ালসিস ওয়ার্ডে সংস্কার কাজের উপখাত "এ" ব্লকের এসি কেবিন নং-৩৪, ৩৫ বিশেষ সংস্কারসহ আনুষাঙ্গিক বিধি মোতাবেক দরপত্র আহবান পূর্বক নিযুক্ত ঠিকাদার মেসার্স গাজী বিল্ডার্স প্রোঃ মোঃ আল-মামুন কে কার্যাদেশ প্রদান করা হয়। কিন্তু মোঃ মাসুদুর রহমান মাসুদ গাজী বিল্ডার্সের প্রতিনিধি হিসাবে উক্ত কাজটি যথাসময় সমাপ্ত করে সম্পাদিত কাজের বিল, এমবি ও প্রত্যাশি সংস্থা কর্তৃক কাজ সমাপ্তির প্রত্যয়ন পত্র এবং মেসার্স গাজী বিল্ডার্স এর প্রোপাইটর মোঃ আল-মামুন কর্তৃক মোঃ মাসুদুর রহমান মাসুদ কে উক্ত কাজ সমাপ্তি সহ নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে সম্পাদিত কাজের বিলের চেক গ্রহন করার জন্য মোঃ মাসুদুর রহমান মাসুদ এর স্বাক্ষর সত্যায়িত পূর্বক তার ঠিকাদারী লাইসেন্সের প্যাডে একখানা ক্ষমতার্পন (পাওয়ার অথরাইজেশন) পত্রসহ সকল প্রকার কাগজপত্র নির্বাহী প্রকৌশলীর দপ্তরে দাখিল করেন। তদনুযায়ী মাসুদুর রহমান মাসুদ নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে সাত লক্ষ ষাট হাজার সাতশত পঁচিশ টাকার ২১স ২৬৬২১১০ চেক ২০২৫ সালের ২৩ জুন চেকটি চেকের মুরিতে স্বাক্ষর করে চেক গ্রহন করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, গাজী বিল্ডার্সের প্রোপাইটর আল-মামুন নিষিদ্ধ সংগঠন বরিশাল ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে তিনি নানান কার্যক্রমে বিতর্কিত ভূমিকায় থাকার কারনে তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ায় পলাতক অবস্থায় রয়েছেন। তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতির তথ্যচিত্র রয়েছে। তার অনুপস্থিতি জনিত কারনে সরেজমিনে কাজটি সম্পাদন করেন মাসুদুর রহমান মাসুদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকুলে যাবতীয় পত্রাদি বিল, এম-বি, প্রত্যয়নপত্র জমা এবং চেক প্রদানের প্রোপাইটরের পত্র গ্রহন করার পর ক্ষমতার্পনকারী জনাব মাসুদের চেকের মুরিতে স্বাক্ষর গ্রহন পূর্বক চেক প্রদান করে গনপুর্ত বিভাগ।অর্থাৎ বর্ণিত কাজের অনুকুলে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের নামেই চেক ইস্যু প্রদান করা হয়। চেক প্রদানের পরবর্তী তথ্যাদি নির্বাহী প্রকৌশলীর দপ্তর অবগত নয়। শুধুমাত্র হয়রানির হীন উদ্দেশ্যে মিথ্যা বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভিন্ন দপ্তরে পত্র প্রেরণ করেছেন । এমনকি বিভিন্ন অনলাইন পত্রিকা সহ লোকাল পত্রিকায় ভুয়া সংবাদ প্রকাশ করেছেন, এতে গণপূর্ত বিভাগ, বরিশাল এর সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে তাহার এহেন কর্মকান্ডের কারনে পিপিআর-২০২৫ অনুযায়ী উক্ত লাইসেন্সটি কালো তালিকাভুক্ত করনের সুপারিশ করেছে বরিশাল গনপুর্ত বিভাগ।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT