হদাইয়ের তামসা
রোকেয়া মুন্নী
ফুলুর মায় কয় ফলিঙ্গারে
ইষ্টি আবো কাইল
জ্বার আইলেই নিতার ঠেলা
আনেন গুস্ত, মাশের ডাইল ।
বিলাতিনাঈ টালেই আছে
লাগবো মুসারি কালাই, বুট
চাইল ভাঙ্গাইবেন পিঠা খাবার
ভাঙছে ঢেহির নুট।
রংপুরথনে গেদিরা আবো
আল্লায় হবায় দিছে নাতি সোনার পাডা আইজই নিবেন
মুখ থাকপো মোটামুটি।
ঝিয়ারি আর বিয়াইনের নিগা
দুইহান তাতের কাপড়
কিন্না আনবেন জামাই, পুতুরার
ভালা দুইহান তফন।
পান টৈকা ওর দাদীহউরী
ঘুইরাই খায় পান
পেতির কাছে কিনবার দিছি
উলকি ছেচুনিহান।
রিটা সাবান,বাসনা সাবান
খাছতেল,মাজন, বদনি
হুনছেন্নাহি ধুল্লু গেদি
আনবার কইলো হজমী।
কুইশালা গুড়ের ঢিমার নগে
কিন্না আইনেন কাড়াই
বরইর আচার বানাবো বুজি
ভুললে বাজাবো নাড়াই ।
ঘিয়ের কথা মনেইতো নাই
কিছুইতো কইলাইন্না
জাতজুত মতো না খাওয়াইলে
কবো গুষ্ঠিডাই বেইন্না ।
ঠিলা কিনবেন দুধ দিয়া দিমু
আরও মোয়ার রাইং,চাদ্দর,গামছা
বাখনাইয়া মাইনষে কয় যেন্
দেখ হদাইয়ের তামসা ।