স্বরূপকাঠী(পিরোজপুর) প্রতিনিধি: স্বরূপকাঠীর সোহাগদলে এক মাসের মধ্যে একই বাড়ির দুটি বসত ঘরে রাতের অাঁধারে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। উপজেলার সোহাগদল গ্রামের ঘরামী বাড়ির উসমান মিয়ার বসত ঘরে আগুন দেয়ার এক মাসের মাথায় পূনরায় ২৯ অক্টোবর রাত অনুমান ৩:৩০ সে একই বাড়ির সংবাদকর্মী নাজমুছ সাকিবের বসত ঘরে আগুন দেয় দূবৃত্তরা।
নাজমুছ সাকিব বরিশালের স্থাণীয় দৈনিক আজকাল পত্রিকার স্বরূপকাঠী উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন। উভয় ভুক্তভোগী পরিবারের সন্দেহ একই বাড়ির ছোহরাব মিয়ার ছেলে হাবিব জমি-জমা সংক্রান্ত বিরোধের বসবর্তি হয়ে তাদের বসত ঘরে রাতের অাঁধারে আগুন দিয়ে গুরুত্বপূর্ণ দলিলসহ স্ব-পরিবারে সকলকে হত্যার উদ্দেশ্যে এমন জঘন্য কাজ করেছে। এক পর্যায়ে ভুক্তভোগীদের ডাক-চিৎকারে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।ভুক্তভোগীরা জানায়, তাদের ঘরে অাগুন দেওয়া লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়, গত একমাস অাগে ঐ এলাকার উসমান মিয়ার ঘরে পারিবারিক বিরোধের জের ধরে কেরাসিন দিয়ে রাতের অাধারে অাগুন ধরিয়ে দেয় একই বাড়ির সোহারব মিয়ার ছেলে হাবিব মিয়া। যা প্রশাসন ও জনপ্রতিনিধির কাছে বিষয়টি অবগত করলে তারা যথাযথ ব্যবস্থা নেয়নি। হাবিব এলাকায় দাঙ্গা-হাঙ্গামা হামলাসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের সাথে দীর্ঘদিন ধরে জড়িত। এবিষয়ে নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।