স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি
|
![]() ![]() স্টাফ রিপোর্টার।। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে বরিশালে মতবিনিময়সভা করেছেন শিক্ষকরা। বরিশাল প্রেসক্লাবের হলরুমে শনিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল জেলা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা দেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট জেলা কমিটির সভাপতি বশিরউল্লাহ আতাহারী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হালিম, উপদেষ্টা মোছাদ্দেক বিল্লাহ সাইদী। বরিশাল সদর উপজেলা কমিটির সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ হাওলাদারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সহসভাপতি মাওলানা রফিকুল ইসলাম। দেশ-বিদেশের নানা খবর দ্রুত জানতে ভিজিট করুন ………. বক্তারা বলেন, দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা ৩৬ বছর ধরে ১৮ হাজার শিক্ষক বিনাবেতনে কাজ করছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে আমাদের পরিবারের মৌলিক চাহিদাও মেটাতে পারছি না। যারা শিক্ষিত জাতি গঠনে কাজ করে তারা অভুক্ত থাকলে সঠিক শিক্ষা প্রদান কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই অবিলম্বে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। |