মোঃ মোস্তাইন বিল্লাহ,
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১ পরীক্ষার্থীকে বহিষ্কাকৃত করা হয়েছে।
শনিবার (২৪সেপ্টেম্বর) উপজেলার সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে ১ জন পরীক্ষীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কাকৃত করা হয়েছে।
কেন্দ্রে দাখিল ও সমমান পরীক্ষার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খুরশিদ আলম চৌধুরী
পরীক্ষা কেন্দ্রে ইংরেজি ১ম পত্র পরিক্ষা চলা কালে অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।
নকর প্রতিরোধের বিষয়ে দেওয়ানগঞ্জ
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা বলেন, নকল বিরোধী অভিযান ও শিক্ষা খাদে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির করার লক্ষে উপজেলা প্রশাসন কাজ করে যাবে।