কিছু তো ভাবিনী নিরবে দেখছি
বরফে মতো গলে যাওয়া কিছু সম্পর্ক
সুখ দুঃখ ভাগ করা এক একটি দিন
রোদে ভাজে এপিট ওপিট ।
ফেলে আসা স্মৃতি
ছট ফট করছে এদিক সেদিক
দেখবে জীবনের হারিয়ে ফেলা
কিছু দিন কিছু সুখ কিছু পাওয়া
ও না পাওয়ার ছটফট করে
তবু ও ধারন মনের এক কোনে
মান অভিমান নিয়ে
প্রেম নামে দমবন্ধ করা অনুভুতি
উরে যাওয়া ইচ্ছের দিন গুলি
লুকিয়ে রাখে ক্লান্ত দিঘীর শান্ত জল
দেখতে দেখতে বুঝতে বুঝতে
অনেকটা সময় হলো পার
যে জন বুঝবে সে জন হারাবে
যে বুঝবেনা সে কষ্টের মাঝে বাঁধবে ,
যদি যাতনা রেখে দিতাম নির্জনতায়
ধারন করতো নুতন রূপে অন্য কোন দেশে ,
খাঁচার পাখি আকাশ ধরতে ব্যাকুল
সে তো জানে না ভালোবাসা কতো
রূপের
হাজার বছর পারে হয়নি মিল মনের !!