সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ



সংবাদ প্রতিবেদন লেখার নিয়ম ও সাংবাদিকতার খুঁটিনাটি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৩:১৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সংবাদ প্রতিবেদন লেখার নিয়ম ও সাংবাদিকতার খুঁটিনাটি

সংবাদ প্রতিবেদন লেখার নিয়ম ও সাংবাদিকতার খুঁটিনাটি

মনির হোসেন (শিশির) :

আধুনিক এই যুগে আমরা সবাই কম বেশি পেপার পড়ি। অনলাইন, প্রিন্টের দুনিয়াতে নানা খবরাখবরের সাথে আমরা আপডেটেড থাকি সংবাদকর্মীদের কল্যাণে।সংবাদকর্মীরা প্রতিনিয়ত ব্যস্ত থাকেন আমাদের জন্য সংবাদ সংগ্রহে। এটাই মূলত তাদের নেশা ও পেশা। সাংবাদিকতার বেশ কিছু মাধ্যম রয়েছে যেমন: ফিচার রাইটার ( যারা পেপার / পত্র পত্রিকার জন্য খবর সংগ্রহ করেন তা লেখেন প্রকাশের জন্য) টেলিভিশন সাংবাদিকতা ( যেখানে মাইক্রোফোন আর ক্যামেরা হাতে সাংবাদিক ও তার দল চলে যান খবর সংগ্রহে যা আমরা পরবর্তীতে টিভি খবরে দেখতে পাই) ফটোজার্নালিস্ট ( এই ব্যাক্তি সাংবাদিক তবে খবর সংগ্রহের না, ছবি সংগ্রহের। বাংলাদেশে এমনকি বিশ্বে কোথায় কি হচ্ছে তার সাথে আপটু ডেট থাকা ও দরকারে ক্যামেরা নিয়ে ছবি তোলা ও ভিডিও করা এ ধরনের সাংবাদিক এর কাজ) টুকটাক সাংবাদিকতা করার সুবাদে মাঝে মাঝেই অনেকে আমার থেকে জানতে চায় সাংবাদিকতা বিষয়ক নানা তথ্য। অনেকেই বলেন, ” ভাই আপনার মতো পেপারে লিখতে চাই। কী করবো? অথবা কিভাবে শুরু করবো?” আজকের এই ব্লগটি সেসব ক্ষুদে ক্রিয়েটিভ মানুষগুলার জন্য যারা বড় হয়ে সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখে অথবা পেপারে লেখার ইচ্ছা রাখে। আজ আমরা ফিচার রাইটিং অথবা দৈনিক পত্রিকার সাংবাদিকতা সম্পর্কে জানবো: নিউজ পেপার আর্টিকেল ও প্ল্যানিং: প্রথমেই খেয়াল রাখতে হবে আপনি কোন বিষয়ের উপর আর্টিকেল লিখবেন। যদি কোন সাম্প্রতিক ঘটনা বা ইস্যু নিয়ে লিখতে চান তবে আপনাকে কিছু প্রশ্নের উত্তর জানতে হবে – – ঘটনার সাথে কারা কারা জড়িত আছে – কোথায় ঘটেছে ঘটনাটি, কেন ঘটেছে – কবে ঘটেছে ( দিন, তারিখ, সময়) – কিভাবে ঘটলো, সূত্রপাত, ঘটনাপ্রবাহ ও বিস্তারিত – ঘটনা ঘটার সময়ে আশে পাশে থাকা বক্তা / একাধিক বক্তার মন্তব্য রিসার্চ ও গভীরে জানা: একজন সংবাদ কর্মী হিসেবে আপনি যা নিয়ে লিখবেন না কেন, মনে রাখতে হবে আপনার পাঠক কিন্তু এ বিষয়ে অজ্ঞ। তাই আপনি যা জানাবেন তাই সে জানবে। ঘটনাপ্রবাহ ও ফিচার এমনভাবে লিখতে হয় যাতে পাঠক একবার পড়লেই পুরো ব্যাপারে সুস্পষ্ট ধারণা পান। এ জন্য যা করতে হবে তা হলো রিসার্চ। যে বিষয় বা ঘটনা নিয়ে লিখবেন, ঐ বিষয়টি গুগল করুন। আপনার সামনে আসবে আসবে হাজার হাজার তথ্য। নিজের প্রয়োজন মত তথ্যাদি সংগ্রহ করুন ও তা প্রয়োগ করুন লেখার সময়। বড় বড় সংবাদ সংগ্রহকারী ওয়েবসাইট আছে যার সারাবিশ্বের সংবাদ মুহূর্তের মধ্যে সংগ্রহ করার কাজে নিয়োজিত যেমন – রয়টার্স, বিবিসি, সিএন এন ইত্যাদি৷ এদের ওয়েবসাইট ব্যবহার করে সংবাদ তৈরী করতে পারেন। নিয়মিত পেপার, টেলিভিশনের সাথে আপ-টু-ডেট থাকা আপনার জ্ঞানকে বাড়িয়ে তুলবে রিসার্চ এর ব্যাপারে৷ একজন ভালো সংবাদকর্মী হতে হলে আপনাকে অবশ্যই গবেষণা ও রিসার্চ করতে হবে ও যে কোন বিষয়ে সাধারণ জনগণের চেয়ে বেশি জানতে হবে। ফরমেট তৈরি ও লেখনী: নির্বাচন করুন কোন ধরনের আর্টিকেল আপনি লিখছেন। যাই লিখুন না কেন লেখাটা একটি ফর্মেটে নিয়ে আসুন যে ফর্মেট এর প্রথমে থাকবে ভূমিকা/ইনট্রো। শেষে থাকবে উপসংহার এর প্যারা। মাঝে থাকবে আপনার বিস্তারিত লেখা। সাধারণত ৬-৮ টি ভাগের মাঝে শেষ করে দেয়া হয় ফিচার৷ আপনার শব্দ সংখ্যার লিমিট থাকলে লেখার সময় তা মাথায় রাখবেন। প্যারা বিন্যাস সাধারণত এভাবে হয়ে থাকে – -ভূমিকা ভূমিকা -প্যারা ১ -প্যারা ২, ৩ -প্যারা ৪ -প্যারা ৫ -প্যারা ৬-৮ -প্যারা ৯-১০ -উপসংহার পাঠক এর ব্যাপারে ভাবা ও জানা: একজন সংবাদকর্মী হিসেবে আপনাকে জানতে হবে আপনি এই লেখাটা মূলত কাদের জন্য লিখছেন। আপনার পাঠক শ্রেণি কারা। তারা কি স্কুল শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ে পড়া তরুণ-তরুণী, নাকি বৃদ্ধ বয়সের বাবা মা – দাদা দাদীরা, ফ্যাশন সচেতন নারীরা নাকি ভ্রমণ পিপাসু মানুষেরা। নাকি আপনাকে লিখতে হবে সব শ্রেণির কথা চিন্তা করে। পাঠক শ্রেণিকে আমরা কয়েকটা ধাপে ভাগ করতে পারি: শিক্ষিত জনগোষ্ঠী বিশেষজ্ঞ লোকজন সাধারণ জনগণ বিশেষ পেশার মানুষ এবার বাংলা শেখা হবে আনন্দের! আমাদের প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা ভাষা চর্চার গুরুত্ব অপরিসীম! আর্টিকেল এর লিড ও নামকরণ: নিউজের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, এর হেডিং বা নামকরণ। একটি আকষর্ণীয় ও সামঞ্জস্যপূর্ণ নাম নিউজের সৌন্দর্য বাড়াবে বহুগুণে। তাই একজন সাংবাদিক হতে হলে আপনাকে হেডিং নির্বাচনে সচেতন হতে হবে। ইন্টারভিউ নেয়া ও যাবতীয়: অনেক ক্ষেত্রে ফিচার রাইটিং এর জন্য মানুষের ইন্টারভিউ করতে হয়। মাথায় রাখতে হবে, আপনার ভালো ইন্টারভিউ নেয়ার উপর আপনার ভালো লেখা নির্ভর করবে। ইন্টারভিউ নেয়ার সময় কিছু আদবকেতা অনুসরণ করতে হয়। নিজেকে একজন সংবাদকর্মী হিসেবে পরিচয় দেবেন এবং এপ্রোচ করবেন। আপনার ইন্টারভিউ নেয়ার মানুষটি যে কেউ হতে পারেন। হতে পারেন কোন সেলিব্রিটি, কোন রাজনৈতিক ব্যক্তি অথবা বিশ্ববিদ্যালয়ে পড়া কোন তরুণ-তরুণী। তাই ইন্টারভিউ করার সময় সম্বোধন ও কথা বলা অফিসিয়াল হওয়া ভালো।এতে পেশাদারিত্ব বজায় থাকে৷ প্রয়োজনে ইন্টারভিউ রেকর্ড করবেন। নানা বিষয়ে যাবতীয় কিছু ইন্টারভিউ করা ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন ও জরুরি টপিকগুলো লিখে রাখবেন। কোন তথ্য নিয়ে কনফিউজড হলে, ছাপানোর ব্যাপারে তার পারমিশন নেয়া ভালো। ইন্টারভিউ এর জন্য ছবি খুব গুরুত্ব বহন করে। তাই ভালো ছবি ম্যানেজ করার চেষ্টা করবেন সবসময়। যার ইন্টারভিউ নিচ্ছেন তার সঙ্গে যোগাযোগ এর ঠিকানা / নাম্বার নিয়ে রাখুন যতে পরে কোন তথ্য লাগলে জানতে পারেন । ব্যতিক্রম সবসময় গ্রহণযোগ্য: নিউজ রিপোর্ট লিখতে গিয়ে মাথায় রাখতে হবে যাতে কখনো একঘেয়ে না হয়ে যায়। সব জরুরি তথ্য যাতে থাকে। তবে এক্ষেত্রে রিপোর্ট লেখার ক্ষেত্রে নিজস্বতা বজায় রাখতে হবে। সবাইকে বিখ্যাত হতে হবে না। সব বিখ্যাত সংবাদকর্মীরা সেরা, কারণ তারা নিজস্বতা আনতে পেরেছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: [email protected]

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

  নলছিটির মগড় ইউনিয়নবাসীর সেবা করতে চান মোঃ সাইফুজ্জামান সুমন তালুকদার   প্রাণ ফিরছে বরিশাল নগরীর ৭ খালে   বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি) হিসেবে মনোনীত হলেন অ্যাড: জুয়েল   বরিশালের মাহমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বেচ্ছাচারী প্রধান শিক্ষিকা স্ট্যান্ড-রিলিজ !   বরিশাল ল’ কলেজে দুর্নীতি, উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ   অনিয়ম দুর্নীতির আতুরঘর বরিশাল বেতার : চলছে জোড়াতালি দিয়ে   বরিশাল ডাকঘরের ক্যাশিয়ার নুরুল কবিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ   দেড় লাখ মামলা মাথায় বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর   আলু শুন্য বরিশালের পাইকারী বাজার   বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর মার্কিন ভিসানীতি শুরু   মাদারীপুরের হিমাগারে ৩০ হাজার বস্তা, বাজারে আলুর কৃত্রিম সংকট   যুদ্ধ স্যাংশন সংঘাতের পথ এড়াতে প্রধানমন্ত্রীর আহবান   Mamunur Rashid Nomani charged with violating Bangladesh’s Digital Security Act   ঝালকাঠিতে রোহিঙ্গা আটক এসেছিলো ভোটার হওয়ার জন্য   সাঈদুর রহমান রিমনকে নিয়ে দিলিপ কুচক্র মহলের ষড়যন্ত্রের জবাব!   বাবুগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্য আটক   নলছিটিতে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ   অপরাধ ঘটাতে আগাম ‘রেকি‘ করে গেছেন তারা!   ঝালকাঠি কারাগার: কু-প্রস্তাবের দাম দশ লাখ টাকা! জেলার বহাল তবিয়তে   রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিস দুর্নীতির আখড়া