স্টাফ রিপোর্টার : বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের চরফেনুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের টিফিনের ৮ বস্তা বিস্কুট উদ্দার।
শ্রীপুর পুলিশ ক্যাম্প সূত্রে জানা জায় , গোপন সংবাদের ভিত্তিতে ১২মে মঙ্গলবার বিকালে গ্রাম পুলিশের সহযোগিতায় জামাল হাওলাদার নামে এক ব্যক্তির বাড়ি থেকে বাচ্চাদের টিফিনের ৮ বোস্তা বিস্কুট উদ্দার করা হয়।
বাড়ি থেকে বাচ্চাদের টিফিনের বিস্কুট উদ্দার অভিযোগের তীর উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা বেগমের দিকে, এলাকাবাসী জানান বাচ্চাদের টিফিনের বিস্কুট বিদ্যালয় থেকে বস্তা ভরে তার বাড়ীতে নেওয়ার অভিযোগ নতুন না, জনগন অভিযোগ করে আরো বলেন প্রধান শিক্ষক বাচ্চাদের টিফিনের বিস্কুট সঠিক ভাবে বন্টন না করে বাড়ি নিয়ে তার পুকুরের মাছ ও তার গরু ও তার পোষা কুকুর কে খাওয়ায়।
মেহেন্দীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), মো: গোলাম রহমান সিকদার জানান বাচ্চাদের টিফিনের ৮ বস্তা বিস্কুট উদ্দারের ঘটনা শুনেছি এবং বিস্কুট শ্রীপুর পুলিশ ক্যাম্প হেফাজতে রয়েছে। সরজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্তা গ্রহন করা হবে।