শুভ জন্মদিন
বছর পেরিয়ে এলো শুভ এই দিন, প্রীতি-স্নেহ-মায়া মাখা শুভ জন্মদিন। হাসিমাখা মুখখানি লাগে বড় ভালো। সে হাসি ভুবন মাঝে জ্বেলে দিবে আলো।
শূন্য ঘর পূর্ণ করে এলে এই দিনে তোমার মাঝেই শান্তি ;আমি গেছি জেনে। ভাবী দিনগুলো হোক মনের মতন, সৎ চাওয়া-পাওয়া স্বপ্নরা যেমন।
বংশের কৃতী পুত্র হতে যেন পারো, মানব সেবক হবে এ নিয়ত করো। ধন নয়;জন চেন করো নাকো হিংসা মানুষের মত হবে রেখেছি প্রত্যাশা।
প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।
উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।
ইমেইল: nomanibsl@gmail.com
মোবাইল: 01713799669/01711358963
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি। © বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত