শার্শা-নাভারন এলাকায় বিশেষ অভিযানে মটরসাইকেল চোর চক্রের তিন সদস্য আটক
প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২১, ৬:৪৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
শার্শা উ জেলা প্রতিনিধি : যশোরে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, মাগুরা জেলার শ্রীপুর গ্রামের ইয়ার আলীর ছেলে বিদ্যুৎ (৪২), একই গ্রামের অসিত কুমার দাসের ছেলে অরুপ কুমার দাস(৩৩),শার্শা উপজেলার নাভারন বাজারের মৃত সাব্দার আলীর ছেলে মৃত সাব্দার আলীর ছেলে শফিয়ার রহমান (৩৮)। পুলিশ জানায়, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মাসুম কাজী এর নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম, পিপিএম ও সঙ্গীয় ফোর্সসহ বেনাপোল-শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বেলা তিনটায় শার্শা থানাধীন নাভারন সাতক্ষীরা মোড় এলাকায় চোরাই মটর সাইকেল ক্রয় বিক্রয়কালে ওই তিনজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গাড়িটি সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন কুলিয়া এলাকা হইতে চুরি করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়। গাড়ির প্রকৃত মালিক সাতক্ষীরা জেলার দেবহাটা থানার কুলিয়া গ্রামের মৃত মহরম আলীর ছেলে হাবলুর রহমান (৩০) ঘটনাস্থলে পৌছিয়া গাড়িটি সনাক্ত করে। এ ঘটানায় শার্শা খানায় মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়। এসময় তাদের কাছথেকে ১টি চোরাই মটর সাইকেল, জাল রেজিঃ সনদপত্র, । তিনটি মোবাইল সেট ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।