বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ



র‌্যাব-৮ কর্তৃক পটুয়াখালীর বাউফল থানা হতে বিপুল পরিমান কারেন্ট জাল ও মা ইলিশ সহ আটক ২৮
প্রকাশ: ২২ অক্টোবর, ২০১৯, ৪:৫৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

র‌্যাব-৮ কর্তৃক পটুয়াখালীর বাউফল থানা হতে বিপুল পরিমান কারেন্ট জাল ও মা ইলিশ সহ আটক ২৮

পটুয়াখালী প্রতিনিধিঃ

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট পটুয়াখালী  জনাব আলাউদ্দিন,  এবং  জেলা মৎস্য কর্মকর্তা পটুয়াখালী জনাব মোল্লা এমদাদ উল্লাহ  এর নেতৃত্বে অদ্য ২১ অক্টোবর ২০১৯ তারিখ সকাল ০৮.০০ ঘটিকা হতে রাত্র ৮.০০ ঘটিকা পর্যন্ত পটুয়াখালী জেলার বাউফল থানাধীন তেতুলিয়া নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আরোহনের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

প্রজনন মৌসুমে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে ২৮ জন অসাধু জেলেকে আটক করা হয়। আটককৃত অসাধু জেলেরা  (০১) মোঃ কবির ফরাজী (৪০), পিতাঃ মৃত সেকেন্দার আলী ফরাজী, সাং বাজেমহল, থানাঃ বাউফল, জেলাঃ পটুয়াখালী, (০২) মোঃ খোকন ফরাজী (৩৮), পিতাঃ মৃত সেকেন্দার আলী ফরাজী, সাং বাজেমহল, থানাঃ বাউফল, জেলাঃ পটুয়াখালী, (০৩) মোঃ হিরন ফরাজী (৫০), পিতাঃ মৃত সেকেন্দার আলী ফরাজী, সাং বাজেমহল, থানাঃ বাউফল, জেলাঃ পটুয়াখালী, (০৪) মোঃ কামাল(২২), পিতাঃ সৈয়দ আলী, সাং জয়া, থানাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলা,(০৫) মোঃ ফয়সাল(২৫), পিতাঃ মোতাহার আলী, সাং বদরপুর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (০৬) মোঃ সাইদুর ইসলাম(৩০), পিতাঃ মোঃ দেলোয়ার হোসেন, সাং বদরপুর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (০৭) মোঃ নুর ইসলাম(২২), পিতাঃ তরিকুল ইসলাম, সাং বদরপুর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (০৮) মোঃ আনোয়ার হোসেন(২৩), পিতাঃ মোঃ নিছার উদ্দিন, সাং বদরপুর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (০৯) মোঃ ফরিদ হোসেন(৩৫), পিতাঃ আবুল বাশার, সাং বদরপুর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (১০) মোঃ রুহুল আমিন(২৬), পিতাঃ আঃ রব হাওলাদার, সাং জয়া, থানাঃ বোরহান উদ্দিন, জেলাঃ ভোলা, (১১) মোঃ দেলোয়ার হোসেন(২৫), পিতাঃ আব্দুল হাসেম, সাং বদরপুর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলাকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

(১২) মোঃ জামাল উদ্দিন(৫২), পিতাঃ মৃত ফরিদ উদ্দিন, সাং ৭নং ওয়ার্ড বাতিরখাল, থানাঃ বাউফল, জেলাঃ পটুয়াখালী, (১৩) মোঃ বশির মাঝি(৪৫), পিতাঃ মৃত মোসলেম খান, সাং সাচড়া, থানাঃ বোরহান উদ্দিন, জেলাঃ ভোলা, (১৪) মোঃ ইউসুফ সরদার(৬৫), পিতাঃ মৃত আবুল হাসেম, সাং বড়ডালিমা, থানাঃ বাউফল, জেলাঃ পটুয়াখালী (১৫) মোঃ রাকিব হোসেন(১৫), পিতাঃ শাহবুদ্দিন সরকার, সাং বড়ডালিমা, থানাঃ বাউফল, জেলাঃ পটুয়াখালী, (১৬) মোঃ ইউনুচ(১৮), পিতাঃ ইব্রাহিম, সাং বদরপুর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (১৭) মোঃ মহসীন হোসেন(২৫), পিতাঃ শাহজালাল আমদী, সাং সাচড়া, থানাঃ বোরহান উদ্দিন, জেলাঃ ভোলাসহ প্রত্যেককে ৫০০০/- টাকা হারে অর্থ দন্ড, (১৮) মোঃ জাহিদ(১২), পিতাঃ বশির খাঁ, সাং সাচড়া, থানাঃ বোরহান উদ্দিন, জেলাঃ ভোলা, (১৯)মোঃ হোসেন(১৭), পিতাঃ মোঃ আলতাফ মোল্লা, সাং চরলক্ষী বর্ধন, থানাঃ বাকেরগঞ্জ, জেলাঃ বরিশাল, (২০) মোঃ সোহাগ(১৩), পিতাঃ হানিফ, সাং জয়া, থানাঃ বোরহান উদ্দিন, জেলাঃ ভোলা, (২১) মোঃ রায়হান হোসেন(১৬), পিতাঃ জামাল সরদার, সাং বড়ডালিমা, থানাঃ বাউফল, জেলাঃ পটুয়াখালী (২২) মোঃ জিহাদ হোসেন(১৮), পিতাঃ মেছারুল, সাং বাথানবাড়ি, থানাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলা, (২৩) মোঃ সাইফ(১৮), পিতাঃ আবুল বাশার, সাং বদরপুর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (২৪) মোঃ মাকসুদ(১৩), পিতাঃ আনোয়ার, সাং বাথানবাড়ি, থানাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলা, (২৫) মোঃ কামরুল ইসলাম(১১), পিতাঃ শাহজালাল, সাং বাথানবাড়ি, থানাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলা, (২৬) মোঃ মিরাজ হোসেন(১৪), পিতাঃ মোঃ সিরাজ, সাং বাথানবাড়ি, থানাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলা, (২৭) মোঃ রাজিব হোসেন(১২), পিতাঃ মোঃ কয়সের, সাং দেওলা, থানাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলাসহ প্রত্যেককে ১০০০/- টাকা হারে অর্থ দন্ড ধার্য করেন

এবং (২৮) মোঃ শাহজালাল(১৩), পিতাঃ ইসহাক হাওলাদার, সাং ৭নং ওয়ার্ড হাইস্কুল বাজার, থানাঃ বাউফল, জেলাঃ পটুয়াখালীকে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ সময় ইলিশ মাছ ধরার কাজে ব্যাবহৃত ১০ লক্ষ মিটার কারেন্ট জাল এবং ৩টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। এছাড়া, উক্ত অসাধু জেলেদের নিকট থেকে ৫মন মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটককৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: [email protected]

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

  নলছিটির মগড় ইউনিয়নবাসীর সেবা করতে চান মোঃ সাইফুজ্জামান সুমন তালুকদার   প্রাণ ফিরছে বরিশাল নগরীর ৭ খালে   বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি) হিসেবে মনোনীত হলেন অ্যাড: জুয়েল   বরিশালের মাহমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বেচ্ছাচারী প্রধান শিক্ষিকা স্ট্যান্ড-রিলিজ !   বরিশাল ল’ কলেজে দুর্নীতি, উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ   অনিয়ম দুর্নীতির আতুরঘর বরিশাল বেতার : চলছে জোড়াতালি দিয়ে   বরিশাল ডাকঘরের ক্যাশিয়ার নুরুল কবিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ   দেড় লাখ মামলা মাথায় বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর   আলু শুন্য বরিশালের পাইকারী বাজার   বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর মার্কিন ভিসানীতি শুরু   মাদারীপুরের হিমাগারে ৩০ হাজার বস্তা, বাজারে আলুর কৃত্রিম সংকট   যুদ্ধ স্যাংশন সংঘাতের পথ এড়াতে প্রধানমন্ত্রীর আহবান   Mamunur Rashid Nomani charged with violating Bangladesh’s Digital Security Act   ঝালকাঠিতে রোহিঙ্গা আটক এসেছিলো ভোটার হওয়ার জন্য   সাঈদুর রহমান রিমনকে নিয়ে দিলিপ কুচক্র মহলের ষড়যন্ত্রের জবাব!   বাবুগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্য আটক   নলছিটিতে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ   অপরাধ ঘটাতে আগাম ‘রেকি‘ করে গেছেন তারা!   ঝালকাঠি কারাগার: কু-প্রস্তাবের দাম দশ লাখ টাকা! জেলার বহাল তবিয়তে   রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিস দুর্নীতির আখড়া