ঝালকাঠির রাজাপুরে চাকরি হারিয়ে বাড়িতে এসে ওসমান খান (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ বড়ইয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসমান খান ওই এলাকার হোছেন আলী খানের ছেলে।
পুলিশ ও নিহতের বাবা মো. হোছেন আলী খান জানান, ওসমান ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করত। চাকরি হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে সোমবার ওসমানের অপর এক ভাই বেল্লাল খান তাকে বাড়িতে রেখে যায়।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ওসমান তার রুমের দরজা বন্ধ করে দেয়। পরে তার বাবা হোসেন আলী দুপুরে মাঠ থেকে এসে ওসমানকে না দেখে ডাকাডাকি শুরু করেন। পরে ওই রুমের জানালার গ্লাস ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ওসমানকে দেখে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ওই বাড়ি থেকে ওসমানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।