রাঙ্গাবালীতে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান পরিচালিত
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০১৯, ৭:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
সঞ্জিব দাস,গলাচিপা,পটুয়াখালীঃ
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ২.৪০ একর জমি অবৈধ দখল মুক্ত করেছে বিআইডব্লিউটি।২৩অক্টোবর বুধবার বেলা সাড়ে ১২টায় উপজেলা সদরের বাহের চর বন্দরে এ অভিযান পরিচালনা করেন সংস্থার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমান।
সুত্র জানায় উপকূলীয় এলাকায় ১৯৬৫-৬৬ সালে নৌ নিরাপত্তা নিশ্চিত করতে যোগাযোগ বিচ্ছিন্ন রাঙ্গাবালীতে এ জমি অধিগ্রহন করেছিলো বিআইডব্লিউটি। ভূমিদস্যু একটি চক্র অবৈধভাবে জমিটি দখল করে ভোগ দখল করে আসছিলো। এর আগে ২০১৫ সালের ২৫ মে বিআইডব্লিউটি অভিযান পরিচালনা করে ১৫টি স্থাপনা উচ্ছেদ করেছিলো।
পূণরায় এ চক্রটি আবার জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মান করে। এরই ধারাবাহিকতায় বেলা সাড়ে ১২টায় উপজেলার কেন্দ্রীয় মসজিদের চারটি স্টল,টিনসেড তিনটি ঘরসহ প্রায় ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক মো. সাহেদ রেজা,পটুয়াখালী বন্দর ও পরিবহন কর্মকর্তা খাজা সাদিকুর রহমানসহ সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।