সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২ টায় উপজেলার চরমোন্তাজ পুলিশ ফাঁড়ির সামনে চরমোন্তাজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মু. আনিচ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান মু. হানিফ মিয়া, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। সভায় সভাপতি বলেন, ‘নেশাকে বর্জন করি, সুন্দর সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের সর্বদা সজাগ থাকতে হবে। এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স। তিনি আরও বলেন, আপনারা যেখানেই কোন মাদকসেবী, অন্যায়, অবিচার ও সন্ত্রাসী কর্মকান্ড দেখতে পাবেন সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন। সাধারণ জনগণ সচেতন থাকলে ও পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করলে সমাজ থেকে সকল প্রকার অপরাধ নির্মুল করা ও সকল অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা সম্ভব।