শনিবার ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ



যুবকরা কেন বিবাহিত মহিলার প্রেমে পড়ে!
প্রকাশ: ২৯ জুলাই, ২০২২, ৮:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যুবকরা কেন বিবাহিত মহিলার প্রেমে পড়ে!

 

বরিশাল খবর ডেস্ক :
প্রেম দুজন সিঙ্গেল মানুষের মধ্যে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুশকিল হলো, প্রেম সব সময় ধরাবাঁধা নিয়মের ধার ধারে না। দেখা গেল, আশেপাশে অনেক সিঙ্গেল মেয়ে আছে পুরুষেরা তার দিকে ফিরেও দেখছেন না। কিন্তু তিনি এমন একজনকে মনে মনে পছন্দ করছেন যে কি না আগে থেকেই সম্পর্কে রয়েছে! অনেক সময় বিবাহিত নারীর প্রেমেও পড়তে দেখা যায় কোনো কোনো পুরুষকে। এই সংখ্যাটাও একেবারে কম নয়।

বিবাহিত মানে সে অন্য কারও সঙ্গে জীবন জড়িয়ে নিয়েছে। যেখানে কোনো ধরনের আশা করাই অর্থহীন সেখানে কারও প্রেমে পড়ে হাবুডুবু খাওয়ার কারণ কী? কখনো কি ভেবে দেখেছেন, কেন এমনটা হয়? বিশেষজ্ঞরা এখানে কয়েকটি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক, কী কারণে বিবাহিত নারীর প্রেমে পড়েন পুুরুষেরা-
প্রত্যাশার চাপ থাকে না

যখন দুজন সিঙ্গেল মানুষের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয় তখন দুই পক্ষেরই কিছু না কিছু প্রত্যাশা থাকে। প্রেমিকার কাছ থেকে প্রেমিক এবং প্রেমিকের কাছ থেকে প্রেমিকা অনেককিছু আশা করতে পারেন। এটি স্বাভাবিকও। কিন্তু এমন অনেক পুরুষ আছেন যারা সম্পর্কের ক্ষেত্রে দায়বদ্ধ থাকতে চান না বা প্রত্যাশা রাখতে চান না। এ কারণে তারা জেনেশুনেই বিবাহিত নারীর প্রেমে পড়েন। কারণ তারা জানেন এই ধরনের সম্পর্কে কোনো প্রত্যাশা কাজ করবে না। পালন করতে হবে না কোনো দায়িত্বও।

নিজেকে জাহির করা

সিঙ্গেল কোনো মেয়েকে প্রেমিকা হিসেবে পাওয়া স্বাভাবিক ঘটনা। কিন্তু কোনো পুরুষ যদি বিবাহিত নারীর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেন, তবে নিজেকে অনেকটাই জাহির করতে পারেন। তিনি ভাবেন, নিশ্চয়ই আমার মধ্যে এমন কোনো ব্যাপার আছে যে কারণে বিবাহিত নারীও প্রেমে পড়ে! একথা বন্ধুদের কাছে বলে বেড়াতে পারেন!

 

কমিটমেন্ট থাকে না

প্রেমের সম্পর্ক মানেই কমিটমেন্ট। প্রেমিকার প্রতি অনেক দায়িত্বও থাকে এক্ষেত্রে। প্রেমিকার ভালো-মন্দ চিন্তা করা, তাকে ভালো রাখার চেষ্টা করা- এগুলো অনেক পুরুষই ঝামেলা মনে করেন। এই দায়িত্ব তারা এড়িয়ে যেতে চান। যে কারণে স্বাভাবিক সম্পর্ক থেকে দূরে পালাতে চান তারা। তারা হয়তো এমন কাউকে খোঁজেন, যার দায়িত্ব নিতে হবে না, ভালো-মন্দ চিন্তা করতে হবে না। কোনো ধরনের কমিটমেন্ট ছাড়াই যার সঙ্গে সম্পর্ক চালিয়ে যাওয়া যাবে।

 

বিবাহিত নারীকে অভিজ্ঞ মনে করেন

বিবাহিত নারীকে বেশিরভাগ পুরুষই অভিজ্ঞ মনে করেন। একজন কম বয়সী ও অবিবাহিত তরুণীর তুলনায় বিবাহিত নারীর অভিজ্ঞতায় তার আস্থা বেশি রাখেন। কারণ তিনি ভালোবাসা ও সম্পর্কের অনেক দিক দেখে এসেছেন। তিনি সম্পর্কের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে পারেন। এই আস্থা থেকেও বিবাহিত নারীর প্রতি পুরুষের আকর্ষণ তৈরি হতে পারে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: [email protected]

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

  নলছিটির মগড় ইউনিয়নবাসীর সেবা করতে চান মোঃ সাইফুজ্জামান সুমন তালুকদার   প্রাণ ফিরছে বরিশাল নগরীর ৭ খালে   বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি) হিসেবে মনোনীত হলেন অ্যাড: জুয়েল   বরিশালের মাহমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বেচ্ছাচারী প্রধান শিক্ষিকা স্ট্যান্ড-রিলিজ !   বরিশাল ল’ কলেজে দুর্নীতি, উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ   অনিয়ম দুর্নীতির আতুরঘর বরিশাল বেতার : চলছে জোড়াতালি দিয়ে   বরিশাল ডাকঘরের ক্যাশিয়ার নুরুল কবিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ   দেড় লাখ মামলা মাথায় বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর   আলু শুন্য বরিশালের পাইকারী বাজার   বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর মার্কিন ভিসানীতি শুরু   মাদারীপুরের হিমাগারে ৩০ হাজার বস্তা, বাজারে আলুর কৃত্রিম সংকট   যুদ্ধ স্যাংশন সংঘাতের পথ এড়াতে প্রধানমন্ত্রীর আহবান   Mamunur Rashid Nomani charged with violating Bangladesh’s Digital Security Act   ঝালকাঠিতে রোহিঙ্গা আটক এসেছিলো ভোটার হওয়ার জন্য   সাঈদুর রহমান রিমনকে নিয়ে দিলিপ কুচক্র মহলের ষড়যন্ত্রের জবাব!   বাবুগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্য আটক   নলছিটিতে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ   অপরাধ ঘটাতে আগাম ‘রেকি‘ করে গেছেন তারা!   ঝালকাঠি কারাগার: কু-প্রস্তাবের দাম দশ লাখ টাকা! জেলার বহাল তবিয়তে   রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিস দুর্নীতির আখড়া