বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ



যশোরে গৃহবধূকে পাচারকালে যশোরে আটক তিন
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২২, ১২:০৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যশোরে গৃহবধূকে পাচারকালে যশোরে আটক তিন

যশোর ব্যুরো : ভারতে পাচারের উদ্দেশে গৃহবধূকে নরসিংদী জেলার শিবপুর থানার ভরতেরকান্দি থেকে যশোর এনে পাচারকারীর হাতে তুলে দেয়ার সময় পুলিশ তিনজনকে আটক করেছে। তারা হচ্ছে, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মান্দারপাড়া গ্রামের মুক্তার হোসেন, যশোর শহরের সিটি কলেজপাড়ার গোপাল সাহা ও চাঁচড়ার রায়পাড়ার জসিম মিয়া।

এ সময় তাদের সহযোগী বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলার অনুপমসহ অজ্ঞাতনামারা পালিয়ে গেছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। সোমবার বিকেলে কোতোয়ালি মডেল থানায় মামলাটি হয়েছে।

মামলায় বলা হয় আসামিরা ভারতে বিউটি পার্লারে ভাল বেতনের চাকরি দেওয়ার কথা বলে গত ৬ নভেম্বর যোগাযোগ করে গৃহবধূকে নরসিংদী জেলাধীন গাউছিয়া বাস্ট্যান্ডে যাওয়ার কথা বলে। সেখানে গেলে মুক্তার হোসেন নারীকে নিয়ে শিবচর ডিলাক্স বাসযোগে গাউছিয়া হতে বেনাপোলগামী বাসে রওনা দেন।

বাসের একজন যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বারে কল দিয়ে কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসারের নাম্বারে কল দেয়। রাত সাড়ে ১০ টায় কোতোয়ালি মডেল থানা পুলিশ মণিহার সিনেমা হলের সামনে বটতলা বাসস্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় মুক্তার হোসেন, গোপাল সাহা ও জসিম মিয়াকে আটক করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত