যশোরের বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ আটক-১
প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২১, ৪:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
যশোর জেলা প্রতিনিধি : যশোর ধান্যখোলা এবং শিকারপুর সীমান্ত হতে ভিন্ন ভিন্ন অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহল দল। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা, বিজিবিএম, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত কতিপয় মাদক ব্যবসায়ী বিভিন্ন কৌশলে সীমান্ত পার করে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ে আসে এবং তা যশোরসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে। উক্ত মাদকদ্রব্য আটকের নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে গতকাল ১৬ এপ্রিল ২০২১ তারিখ পর্যন্ত পৃথক ০৩ টি অভিযানে ধান্যখোলা এবং শিকারপুর বিওপিতে কর্মরত সুবেদার মো. আশরাফ আলী, নায়েব সুবেদার এ বি সিদ্দিক এবং হাবিলদার মো. জালাল আহমেদ এর নেতৃত্বে ০৩ টি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ধান্যখোলা বিওপির ইন্দ্রপুর গ্রাম হতে ৩৪ কেজি ও ০১ জন আসামী, জেলেপাড়া পোষ্টের আয়রন ব্রিজ হতে ২২ কেজি