আমার একটু বিশুদ্ধ বাতাস চাই
তোমার দূষিত নিঃস্বাস আমার-
ফুসফুসকে নিস্ক্রিয় করে দিচ্ছে।।
আমার চাই একটুকরো বরফ
তোমার নোংরা কথার বান
আমায় জ্বালিয়ে ভস্ম করেছে।।
আমার দরকার একটু জোত্যি
তোমার অনবরত মিথ্যাচার
আমার দৃষ্টি অন্ধ করে দিয়েছে।।
আমার একটু পরিস্কার পানি চাই
তোমার কুৎসিত বিকৃত মানসিকতা
আমার শরীর ও মন নোংরা করে দিয়েছে।।
আমার একটা হাতুড়ি প্রয়োজন
তোমার অভিনব অভিনয় দক্ষতা
আমার মস্তিষ্কে জটলা পাকিয়ে দিয়েছে।।
আমার বেশি বেশি ইস্তেগফার করা দরকার
কারন তোমার বেহায়া আর বেশরমপনা চরিত্র
আমাকে পাপী ও লজ্জিত বোধ করাচ্ছে।।
সত্যি কথা বলতে তোমার কাছ থেকে
আমি চিরতরে মুক্তি পেতে চাই।।
কারন নিজে নিজেকে মুক্তি দেয়ার
অধিকার আমার নিজ ধর্মে নাই।।