সাব্বির আলম বাবু, ভোলা:
ভোলায় মাস্ক পরিধান ছাড়া জনসমাগমে বের হয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও লকডাউন নির্দেশনা অমান্য করার দায়ে ৪২ জনকে ১৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এর মধ্যে ভোলা সদরে ১৪ জনকে ৬ হাজার ৫০০, দৌলতখানে ১২ জনকে ২ হাজার ৯০০, লালমোহনে ৭ জনকে ৬ হাজার ২০, বোরহানউদ্দিনে ৬ জনকে ১ হাজার ৮০০ এবং মনপুরা উপজেলায় ৩ জনকে ১২’শ টাকা জরিমানা আদায় করা হয়। এ পাঁচ উপজেলায় ৬টি মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক পরিধান না করায় ও নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশনা অমান্য করায় জরিমানা করা হয়। একই সাথে জনসাধারনকে মাস্ক ব্যবহারে সচেতন করার পাশাপাশি লকডাউন নির্দেশনা মেনে চলায় সতর্ক করা হয়।
এদিকে, জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে ২৬ জনকে ৯ হাজার ৯ শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলার বিভিন্ন উপজেলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে পৃথক ৪টি অভিযান পরিচালনা করে ২৬ মামলায় এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্টে নেতৃত্ব দেন।