ভোলা প্রতিনিধি:
ভোলায় গত ২৪ ঘন্টায় ৫২ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ৩৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ২৯ জন ভোলা সদর, ১ জন দৌলতখান, ৪ জন বোরহানউদ্দিন ও ১ জন মনপুরা উপজেলার বাসিন্দা। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ৬৭.৩০ শতাংশ- যা গত ১০ দিনে সর্বোচ্চ। একদিন আগে আক্রান্তের হার ছিল ৪০.৪৭ শতাংশ। হঠাৎ করে একদিনের ব্যবধানে সংক্রমণের হার প্রায় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৫৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ২৬ জনের। ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ২ হাজার ২৫৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৩ জন। করোনা আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩৩ জন ভর্তি রয়েছে। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৬ জনের। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।