শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ



ভোলায় জমে উঠেছে কুরবানীর পশুর হাট।
প্রকাশ: ৬ জুলাই, ২০২২, ৬:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় জমে উঠেছে কুরবানীর পশুর হাট।

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ
ভোলায় পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জমে ওঠেছে কুরবানীর পশুর হাট। তবে হাটে ক্রেতা-বিক্রেতার সমাগম হলেও গরুর দাম বেশী হওয়ায় তেমন বেচা-কেনা হচ্ছে না। ক্রেতারা শুধু বাজার ঘুরেই দাম শুনে চলে যাচ্ছেন। ক্রেতাদের দাবি গত বছরের তুলনায় এবছর গরুর দাম দুই-তিন গুন বেশী চাচ্ছেন বিক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন, গো-খাদ্যের দাম বেশী থাকায় গরু লালনপালনে তাদের খরচ বেশী হয়েছে। শনিবার ও রোববার ভোলা সদরের পরাণগঞ্জ, মাদ্রাসা বাজার, ব্যাংকেরহাটসহ বিভিন্ন গরুর হাটে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ভোলা জেলা প্রাণি সম্পদ কার্যালয় সুত্রে জানা গেছে, এবছর কুরবানী ঈদ উপলক্ষে ৯৩টি স্থায়ী ও ৩৯টি অস্থায়ী পশুরহাট বসেছে। এর মধ্যে সদরে ১৫টি, দৌলতখানে ৬টি, বোরাহনউদ্দিনে ১২টি, তজুমদ্দিনে ৫টি, লালমোহনে ২৬টি, চরফ্যাশনে ২২টি ও মনপুরায় ৭টি। এছাড়াও জেলা ও সাত উপজেলার প্রানী সম্পদ কার্যালয়ের তত্ত্বাবধানে আরো ৮টি অনলাইন পশুর হাট রয়েছে। এ হাটগুলোতে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য মোট ২১টি ভেটেনারী মেডিকেল টিম কাজ করছে। এবছর ভোলায় কুরবানীর জন্য বিভিন্ন খামারের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে মোট এক লক্ষ তিন হাজার পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে গরু ৫৫ হাজার ৮৭০টি, মহিষ ৮৫০টি, ছাগল ৪৪হাজার ৯৩০টি ও ভেড়া এক হাজার ৩৫০টি। তবে ভোলায় এ বছর পশুর চাহিদা রয়েছে ৯৭হাজার ৫০০টি। চাহিদার চেয়ে পাঁচ হাজার ৫০০টি পশু বেশী রয়েছে। কার্যালয় সূত্রে আরো জানা গেছে, গত বছর ভোলা ৮টি অনলাইন পশুর হাটে এক হাজার ৫৫টি পশু বিক্রি হয়েছে। এর দাম হয়েছে সাড়ে আট কোটি টাকা। এবছর গত তিন দিনে এ ৮টি অনলাইন পশুর হাটে ১৬২টি পশু বিক্রি হয়েছে। তবে এ বছর অনলাইনের চেয়ে সাধারণ বাজারে ক্রেতাদের আগ্রহ বেশী।
সদর উপজেলার পরানগঞ্জ হাটে গরু বিক্রি করতে আসা রাজাপুর ইউনিয়নের চরমনশা গ্রামের মো. হারুন বলেন, তিনি একটি নিয়ে বাজারে এসেছেন। গরুর দাম দিয়েছেন এক লক্ষ ৭০হাজার টাকা। তবে ক্রেতারা এক লক্ষ ১০ থেকে ২০ হাজার টাকা দাম বলে চলে যাচ্ছেন।
একই হাটে গরু নিয়ে আসা পশ্চিম ইলিশ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চরপাতা গ্রামের মো. রুহুল আমিন জানান, তিনি দুইটি গরু নিয়ে হাটে আসছেন। একটি এক লক্ষ ১২ হাজার টাকায় বিক্রি করেছেন। আর যেটা আছে সেটার দাম দিচ্ছেন দুই লক্ষ ২০হাজার টাকা। ক্রেতারা দাম বলছেন এক লক্ষ ৭০ থেকে ৮০ হাজার টাকা। তবে দুই লাখ টাকা হলে তিনি বিক্রি করবেন। তিনি আরো জানান, এবছর গো-খাদ্যের দাম বেশী থাকায় গরু লালন-পালন করতে খরচ বেশী হয়েছে। তাই গরুর দামও বেশী। ব্যাংকের হাট বাজারে গরু কিনতে আসা মো. মহসিন বলেন, তিনি এক লাখ ১০হাজার টাকায় মাঝারী আকারের একটি গরু কিনেছেন। তবে গত বছর এ গরু ৭০ থেকে ৮০ হাজার টাকা ছিলো। এবছর দাম অনেকটা বেশী।
পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের চর ইলিশা গ্রাম থেকে আসা ক্রেতা মো. আবু তাহের বলেন, হাটে গরুর দাম বেশী থাকায় গরু কিনতে পারেন নাই। আশা করছেন আগামী হাটে গরুর দাম কম হবে। একই বাজারে গরু বিক্রি করতে আসা মো. সিরাজ মাতাব্বর জানান, তিনি গত বছর দুইটি গরু কিনে প্রাকৃতিকভাবে লালন-পালন করেছেন। এখন ঈদ উপলক্ষে গরু দুইটি বিক্রি করতে বাজারে এনেছেন। তবে চাহিদার চেয়ে ক্রেতারা দাম কম বলেছেন। তাই তিনি বিক্রি করছেন না।
কাচিয়া ইউনিয়নের সাহামাদার গ্রাম থেকে গরু কিনতে আসা মো. মফিজল হক বলেন, হাটে গরুর দাম গত বছরের তুলনায় দুই-গুন বেশী বেশী চাচ্ছেন বিক্রেতারা। গরুর দাম চওড়া থাকায় তিনি গরু না কিনে ফিরে যাচ্ছেন।
পরানগঞ্জ বাজারের গরুর হাটের ইজারাদার মো. নিরব বলেন, হাটে এখনো তেমন বেচা-কেনা হচ্ছে না। বিক্রেতা পশুর দাম চাচ্ছেন দ্বিগুন আর ক্রেতারাও দামাদামি করছেন। তবে দুই এক দিনের মধ্যে পুরোদমে বেচা-কেনা শুরু হবে। ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল জানান, এবছর কুরবানীর জন্য দুই হাজার ৪৪৫টি বাণিজ্যিক খামার ও ১৮ হাজার পারিবারিক খামারে এক লক্ষ তিন হাজার পশু প্রস্তুত করা হয়েছে। ভোলায় চাহিদা রয়েছে ৯৭ হাজার ৫০০টি। কুরবানী উপলক্ষে জেলায় ৯৩টি স্থায়ী ও ৩৯টি অস্থায়ী হাট বসেছে। এছাড়াও অনলাইনে আটটি পেইজের মাধ্যমে অনলাইনে পশু বিক্রির সুযোগ রয়েছে। পেইজগুলোতে ইতোমধ্যে আট হাজার ৫০০টি পোস্ট কার হয়েছে। এর মধ্যে ১৬২টি পশু বিক্রি হয়েছে। এছাড়াও কুরবানীর হাটগুলোতে ২১টি ভেটেনারী মেডিকেল টিম কাজ করছে। যাতে করে ক্রেতা-বিক্রেতারা নির্বিগ্নে পশু বেচা-কেনা করতেন পারেন সে জন্য সকল প্রকার সহযোগীতা করা হচ্ছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: [email protected]

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

  নলছিটির মগড় ইউনিয়নবাসীর সেবা করতে চান মোঃ সাইফুজ্জামান সুমন তালুকদার   প্রাণ ফিরছে বরিশাল নগরীর ৭ খালে   বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি) হিসেবে মনোনীত হলেন অ্যাড: জুয়েল   বরিশালের মাহমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বেচ্ছাচারী প্রধান শিক্ষিকা স্ট্যান্ড-রিলিজ !   বরিশাল ল’ কলেজে দুর্নীতি, উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ   অনিয়ম দুর্নীতির আতুরঘর বরিশাল বেতার : চলছে জোড়াতালি দিয়ে   বরিশাল ডাকঘরের ক্যাশিয়ার নুরুল কবিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ   দেড় লাখ মামলা মাথায় বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর   আলু শুন্য বরিশালের পাইকারী বাজার   বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর মার্কিন ভিসানীতি শুরু   মাদারীপুরের হিমাগারে ৩০ হাজার বস্তা, বাজারে আলুর কৃত্রিম সংকট   যুদ্ধ স্যাংশন সংঘাতের পথ এড়াতে প্রধানমন্ত্রীর আহবান   Mamunur Rashid Nomani charged with violating Bangladesh’s Digital Security Act   ঝালকাঠিতে রোহিঙ্গা আটক এসেছিলো ভোটার হওয়ার জন্য   সাঈদুর রহমান রিমনকে নিয়ে দিলিপ কুচক্র মহলের ষড়যন্ত্রের জবাব!   বাবুগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্য আটক   নলছিটিতে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ   অপরাধ ঘটাতে আগাম ‘রেকি‘ করে গেছেন তারা!   ঝালকাঠি কারাগার: কু-প্রস্তাবের দাম দশ লাখ টাকা! জেলার বহাল তবিয়তে   রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিস দুর্নীতির আখড়া