ভোলা প্রতিনিধি:
ভোলায় গত ২৪ ঘন্টায় ৬০ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ২৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ১৪ জন ভোলা সদর, ২ জন দৌলতখান, ৪ জন বোরহানউদ্দিন ও ৩ জন চরফ্যাশনে উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ২০৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ২৬ জনের। ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ২ হাজার ২০৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ২১ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় আক্রান্ত ১৪৭৪ জনের মধ্যে সুস্থ ১৩৮৭ জন। দৌলতখানে আক্রান্ত ১১৪ জনের মধ্যে সুস্থ ৮৬ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ২২৮ জনের মধ্যে সুস্থ ১৯৪ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৮৫ জনের মধ্যে সুস্থ ৭০ জন, লালমোহনে আক্রান্ত ১২৬ জনের মধ্যে সুস্থ ১১৮ জন, চরফ্যাশনে আক্রান্ত ১৪১ জনের মধ্যে সুস্থ ১১৯ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩৬ জনের মধ্যে সুস্থ ৩৪ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। করোনা আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে ২৫ জন ভর্তি রয়েছে। করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১৫ হাজার ৮৯০ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।