রবিবার ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ



বাংলা থেকে বিলীনের পথে মৌমাছি
প্রকাশ: ১৫ জুলাই, ২০২০, ৯:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাংলা থেকে বিলীনের পথে মৌমাছি

সাব্বির আলম বাবুঃ
“মৌমাছি মৌমাছি
কোথা যাও নাচি নাচি, দাড়াওনা একবার ভাই। ঐ ফুল ফোঁটে বনে,
যাই মধু আহরনে
দারাবার সময় তো নাই।”
কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের বিখ্যাত সেই কবিতায় মৌমাছিদের ঐক্যবদ্ধ অবস্থান আজ গ্রাম বাংলায় তেমন একটা চোখে পড়ে না। তাই মৌমাছি এখন কেবল গবেষণার বিষয়বস্তু হিসাবেই থেকে যাচ্ছে। অথচ এক সময় বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সহ প্রায় সর্বত্র এমনকি যেকোন বাড়ীর আঙ্গিনায় বা বাগানে বাসা বেঁধে মৌচাক তৈরী করতো মৌমাছিরা। কিন্তু কালের বিবর্তনে এরা হারিয়ে যেতে বসেছে। বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক দুর্যোগ, তাপমাত্রা বৃদ্ধি, বাসোপযোগী পরিবেশের অভাব, খাদ্যাভাব, ফসল ও ফুলে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ , অদক্ষ মধু সংগ্রহকারীদের দ্বারা মৌমাছি নিধন, বনজঙ্গল কেটে উজার করে যত্রতত্র মানুষের আবাসস্থল তৈরী করা ইত্যাদি। এর ফলে মৌমাছির সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি মধু না পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ফুলের পরাগায়ন না হওয়ায় ফল ও ফুলের উৎপাদন কমে যাচ্ছে। তবে অতীতে শহরে বা গ্রামের ঘরের কোনেও মৌমাছির তৈরি মৌচাক দেখা যেত সহজেই। গ্রামে প্রবাদ আছে যে, ভালো-মন্দ বুঝে মৌমাছিরা ঐ এলাকার বা বাড়ীতে বাসা বাধতো। আবার মৌমাছির ঝাঁক দেখে ও তাদের গুন গুন গুঞ্জন শুনে অনেকেই তাদের বাড়ীর বাড়ীর ঢেঁকিতে ধান ভানতেন। তাদের ধারনা ছিল এতে নাকি মৌমাছিরা ঢেঁকির শব্দ শুনে সেই বাড়ীতে বাসা বানাতো। সেই সব অহরহ বিচরন করা মৌমাছি ও মৌচাক বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে কবির কবিতার মতোই বইয়ের পাতায় এখন সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। প্রজন্ম এখন কালভদ্রে দেখবে সীমিত আকারে গবেষণালব্ধ চাষের মৌমাছি, প্রকৃতির স্বাধীন মৌমাছি নয়। কখনো কখনো হয়তো রবি শস্য, মৌসুমি ফুল, ফল ও বীজ চাষের ক্ষেতের পাশে কিছু সংখ্যক মৌমাছির দেখা মেলে। মৌচাষী মোর্শেদ জানান, আগে মৌচাক থেকে মাসে দুইবার মধু সংগ্রহ করা যেতো। এক একটি মৌচাক থেকে প্রতিবারে ৫/৬ কেজি মধু সংগ্রহ করা যেতো। স্বাস্থ্য ও পুস্টিবীদদের মতে, মধুর রয়েছে ব্যাপক ঔষধি ও পুস্টিগুন। শিশু থেকে বয়ষ্ক সবাই মধুর স্বাদে আসক্ত। কারন প্রতিদিন সকালে দুই চামচ মধু গরম দুধের সাথে মিশিয়ে খেলে ঠান্ডা জনিত কোন রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। এছাড়াও ভেষজ হিসাবে মধুর ঔষধি ব্যবহার হয়ে আসছে প্রাচীনকাল থেকেই। এজন্য আগে গ্রামে মাটির কলস ভর্তি করে মধু সংরক্ষন করা হতো। বিভিন্ন রোগের প্রতিরোধে মহৌষধ হিসাবে মধুকে বিবেচনা করা হয়। মহিলাদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি, কোমলতা বাড়ানো জন্য এটি ব্যবহৃত হয়। মৌমাছির জীবনচক্র নিয়ে পরিবেশবিদদের মতে, পরিশ্রম আর শৃঙ্খলার আদর্শ ও অনুকরনীয় প্রানী হচ্ছে মৌমাছি। এরা নিজেদের মধ্যে নির্দিষ্ট বিধিবিধান ও সুশৃঙ্খলতা মেনে চলে। বিভিন্ন মৌমাছির প্রত্যেক দলে রাজা, কারিগর, কর্মী ও কেবল একজন করে রানী মৌমাছি থাকে। কর্মী মৌমাছিরা সারাদিন বিভিন্ন জায়গা ঘুরে নানা জাতের ফুল থেকে রানীর জন্য মধু সংগ্রহ করে। এই দলে সবাই নিজ নিজ দ্বায়িত্ব নিয়ম মতো করলেও ডিম পাড়া ছাড়া রানীর কোন কাজ থাকে না। কারিগর মৌমাছিরা নিজের গায়ের নিঃসৃত মোম দিয়ে চমৎকার করে কারুকার্যময় খোপ খোপ করে বাসা তৈরী করে। শান্তিপ্রিয় এই প্রানীকে কেউ বিরক্ত করলে সে হুল ফোটায়। মৌমাছির হুল খুবই বিষাক্ত। তাছাড়া মৌমাছির মোম উৎকৃষ্ট বাতি হিসাবে ব্যবহার করা হয়। পৃথিবীতে বিভিন্ন প্রকার মৌমাছি থাকলেও এপিস সেরানা জাতের মৌমাছি বাংলাদেশে বেশী দেখা যায়। কিছু অসচেতন ও অপরিনাম স্বার্থান্বেষী মানুষের কারনে আজ পরিশ্রম আর শৃঙ্খলার প্রতীক মৌমাছি বিলীন পরিবেশ ধ্বংসের পথে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: [email protected]

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

  নলছিটির মগড় ইউনিয়নবাসীর সেবা করতে চান মোঃ সাইফুজ্জামান সুমন তালুকদার   প্রাণ ফিরছে বরিশাল নগরীর ৭ খালে   বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি) হিসেবে মনোনীত হলেন অ্যাড: জুয়েল   বরিশালের মাহমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বেচ্ছাচারী প্রধান শিক্ষিকা স্ট্যান্ড-রিলিজ !   বরিশাল ল’ কলেজে দুর্নীতি, উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ   অনিয়ম দুর্নীতির আতুরঘর বরিশাল বেতার : চলছে জোড়াতালি দিয়ে   বরিশাল ডাকঘরের ক্যাশিয়ার নুরুল কবিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ   দেড় লাখ মামলা মাথায় বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর   আলু শুন্য বরিশালের পাইকারী বাজার   বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর মার্কিন ভিসানীতি শুরু   মাদারীপুরের হিমাগারে ৩০ হাজার বস্তা, বাজারে আলুর কৃত্রিম সংকট   যুদ্ধ স্যাংশন সংঘাতের পথ এড়াতে প্রধানমন্ত্রীর আহবান   Mamunur Rashid Nomani charged with violating Bangladesh’s Digital Security Act   ঝালকাঠিতে রোহিঙ্গা আটক এসেছিলো ভোটার হওয়ার জন্য   সাঈদুর রহমান রিমনকে নিয়ে দিলিপ কুচক্র মহলের ষড়যন্ত্রের জবাব!   বাবুগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্য আটক   নলছিটিতে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ   অপরাধ ঘটাতে আগাম ‘রেকি‘ করে গেছেন তারা!   ঝালকাঠি কারাগার: কু-প্রস্তাবের দাম দশ লাখ টাকা! জেলার বহাল তবিয়তে   রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিস দুর্নীতির আখড়া