জনপ্রিয় কোরিয়ান প্রসাধন ব্র্যান্ড এটমি। বাংলাদেশেও অনেকে এটমির পণ্য ব্যবহার করেন। তবে এত দিন বাংলাদেশে এই পণ্যটির কোনো অনুমোদিত পরিবেশক ছিল না, পাওয়া যেত শুধু আন-অফিশিয়াল মাধ্যমে। যার কারণে নকল পণ্য পেয়েও ঠকেছেন অনেক ক্রেতা। এখন থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে মিলবে এটমি ব্র্যান্ডের বিভিন্ন প্রসাধনী পণ্য। আর বাংলাদেশে পণ্যটি বিক্রির উদ্যোগ নিয়েছে ভেলা কসমেসিউটিক্যালস।
রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ভেলা কসমেসিউটিক্যালস পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা সুমাইয়া এবং এটমির পক্ষে কোম্পানির কোরিয়ান রিপ্রেজেনটেটিভ কিম বক ও ইন্ডিয়ান রিপ্রেজেনটেটিভ গৌরব রাওয়াত এই চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রায় ২৫ বছর ধরে জনপ্রিয় কোরিয়ান কসমেটিকস ব্র্যান্ড এটমি। ২৬টি দেশে আনুষ্ঠানিকভাবে নিজেদের পণ্য বিক্রি করে তারা। তালিকায় এবার যুক্ত হলো বাংলাদেশের নাম। এ প্রসঙ্গে ভেলা কসমেসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা সুমাইয়া বলেন, ‘আমি খুবই খুশি বাংলাদেশে কোরিয়ার বিখ্যাত এটমি পণ্য আনতে পেরে। এত দিন এটমির পণ্য কিনতে বাড়তি টাকা যেমন ব্যয় হতো, তেমনি আসল পণ্য না পাওয়ার ভয়ও ছিল। এখন আমাদের মাধ্যমে কম দামে, আসল পণ্য পাবেন ক্রেতারা।
আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধন পণ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে ভেলা কসমেসিউটিক্যালস। তারই ধারাবাহিকতায় এবার এটমি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলো ভেলা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী পূজা চেরি, দেবাশীষ বিশ্বাস, তমা মির্জা, বারিশা, মডেল বুলবুল টুম্পাসহ অনেকে।