বরিশাল খবরে বিশেষ সংবাদদাতা হিসেবে যোগ দিলেন উইলিয়াম চন্দন দাস
প্রকাশ: ২৭ মে, ২০২১, ২:৫৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার : জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বরিশাল খবরে বিশেষ সংবাদদাতা হিসেবে যোগ দিলেন বরিশালের কৃর্তী সন্তান মেধাবী মুখ উইলিয়াম চন্দন দাস।
তার যোগদানে বরিশাল খবর পরিবার আরো উজ্জল হবে বলে মনে করেন বরিশাল খবর পরিবার।গতিশীলতা ফিরে আসবে। জনাব উইলিয়াম চন্দন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বি এড ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি এলএলবি ডিগ্রী অর্জন করেছেন।
জনাব উইলিয়াম চন্দন দাসের সফলতা কামনা ও তার কর্ম দক্ষতা এবং যোগ্যতা দিয়ে বরিশাল খবর কে সামনে এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশা। জনাব উইলিয়াম চন্দন দাসের যোগদানে তাকে বরিশাল খবর পরিবার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন।