বরগুনা সদরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ফেরদৌসি আক্তার রুমা
প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২২, ৪:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
বরগুনা সংবাদদাতা
কর্মদক্ষতা আর শ্রেনী কক্ষে সুদক্ষভাবে পাঠদানের অবদান রাখায় বরগুনা সদর উপজেলার দক্ষিণ খাজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য সহকারী শিক্ষক ফেরদৌসি আক্তার রুমা উপজেলা প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ উপলক্ষে বরগুনা সদর উপজেলা থেকে সহকারী শিক্ষক(মহিলা) নির্বাচন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে তিনি শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।