প্রেমিকার সাথে দেখা করতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাগুরার যুবক
প্রকাশ: ২০ আগস্ট, ২০২২, ১১:০৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।
প্রেমিকার সাথে দেখা করতে সূদুর মাগুরা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে ছুটে এসেছেন মাহফুজ নামের এক যুবক। ৬ মাস আগে তাদের( মাহফুজ ও মিতার) দুজনের ফেসবুকে পরিচয় হয় এর সূত্র ধরেই সূদুর মাগুরা থেকে প্রেমিকার টানে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এক নজর দেখা করতে চলে আসেন তিনি। মাহফুজ আহমেদ, গুচ্ছের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে অংশগ্রহণ করা মিতা নামের এক ভর্তিইচ্ছুক পরীক্ষার্থীর সাথে দেখা করতে আসেন বলে জানা যায়৷ এ বিষয়ে প্রেমিকা মিতা বলেন, গতরাতে মাহফুজ তার কাছ থেকে পরীক্ষার রোল এবং পরীক্ষা কেন্দ্রর তথ্য নেন তবে সে পরীক্ষা কেন্দ্রে দেখা করতে চলে আসবেন সেটা আমার জানা ছিলো না। মাহফুজের বাড়ি মাগুরা জেলার সদর থানার সেজাদিয়া গ্রামে৷ সে মাগুরা সরকারী কলেজের প্রথম উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র৷ আজ গুচ্ছভিত্তিক গ ইউনিটের ভর্তি পরীক্ষায় নকল এডমিট কার্ড নিয়ে প্রেমিকার সাথে দেখা করতে বিশ্ববিদ্যালয়ে মেইন গেট দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। পরে পরীক্ষা শুরু হওয়ার সময় পরীক্ষা না দিয়ে বের হওয়ার চেষ্টা করায় সন্দেহজনক কথাবার্তায় তাকে তাৎক্ষণিক আটক করা হয়৷ এ বিষয়ে মাহফুজ জানান,মূলত আমি মিতাকে ভালোবাসি৷ তিনি আরও জানান, ছয় মাসের পরিচয় আমাদের৷ ফেসবুকে প্রথম দেখায় তাকে আমার ভীষণ ভালো লেগে যায়৷অনেকদিনের ইচ্ছা মিতার সাথে দেখা করবো৷ মূলত প্রেমের টানে আজ পরীক্ষা কেন্দ্রে আসা৷ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মো. খোরশেদ আলম জানান, অজ্ঞতার কারণ ও প্রেমের টানে এক যুবক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু পূর্বে প্রবেশ করে৷ ভুল তথ্য দেওয়ায় তাকে সন্দেহ হয়৷ পরবর্তীতে পরীক্ষা শেষে তাদের দুজনকে অফিসে আনা হয়৷ মূলত জালিয়াতি বা অন্যকোন মোটিভ ছিল না তার৷ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মশিউর রহমান বলেন,প্রেমিকার সাথে দেখা করতে এক যুবক বরিশাল বিশ্ববিদ্যাললয়ে আসেন এবং পরীক্ষার্থী দাবি করে ভেতরে প্রবেশ করে৷ সন্দেহে তাকে আটক করা হয়৷ জালিয়াতির প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়৷