প্রধানমন্ত্রী গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আশ্রয়ন কেন্দ্র শুভ উদ্বোধন করেন
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০১৯, ১০:৪৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসন কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত¡রে এসে শেষ হয়। পরে ১০ টায় অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বেলা ১২টায় মানিকচাঁদ বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সহকারী কমিশনার ভূমি মোঃ সুহৃদ সালেহীন, গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আখতার মোর্শেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সমির রায়, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, গলাচিপা রিপোটার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, রতনদী তালতলী ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান, রতনদী তালতলী ইউনিয়নের রেড ক্রিসেন্ট সোসাইটির টিম লিডার মোঃ শাকিল খান প্রমূখ।