পুলিশকে মারধর: আগৈলঝাড়া ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ আটক ৪
প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৩, ১১:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
পায়ে মোটরসাইকেলের চাকায় আঘাত লাগায় পুলিশ কনস্টেবলকে মারধর করেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকসহ তার সঙ্গীরা। এই ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির পাইকসহ চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিএইচপি একাডেমির সামনে এ ঘটনা ঘটে বলে জানান আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার।
হামলার শিকার হয়েছেন আগৈলঝাড়া থানার কনষ্টেবল ভুদেব বিশ্বাস। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আটককৃতরা হলেন- মনির পাইক, জহিরুল হক পাইক ও জিয়া পাইক।
ওসি গোলাম ছরোয়ার বলেন, কনষ্টেবল ভুদেব বিশ্বাস ডিউটি শেষে থানায় ফিরছিলো। থানা থেকে কিছু দুরে বিএইচপি একাডেমির সামনে ভিড়ের মধ্যে ভুদেব বিশ্বাসের মোটর সাইকেলের সামনের চাকা জাকির পাইকের পায়ে আঘাত লাগে। পুলিশ পরিচয় দেয়ার পরেও তাকে মারধর করেছে। পরে স্থানীয়রা এসে কনষ্টেবল ভুদেব বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিষয়টি শুনে অভিযান চালিয়ে জাকির পাইক ও মনির পাইকসহ ৪ জনক আটক করা হয়েছে।
ওসি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কনস্টেবল ভুদেব বিশ্বাস বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবে।